আবারও ফেলু মিত্তির হয়ে ফিরছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আর ꦫমাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। হত্যাপুরীর পর এবার নয়ন রহস্য সমাধান করবেন ফেলুদা। আগামী ১০ মে মুক্তি পাচ্ছে এই ছবিটি। তবে কিছুদিন আগে যখন এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল তখন সেটা নিয়ে চলেছে চরম কটাক্ষের বন্যা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নিজেই।
ট্রোলিং নিয়ে কী বললেন ইন্দ্রনীল?
নয়ন রহস্য ছবিটির ট্রেলার মুক্তি পেতেই চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে পরিচালক এবং অভিনেতাদের। নানা প্রকার মিমে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার এই বিষয়ে এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে ইন্দ্রনীল বললেন, ' অন্য সবারই মতো আমারও ভালো শুনতে ভালো লাগে। খারাপ শ﷽ুনলে কষ্ট পাই। সোশ্যাল মিডিয়ায় সবাই সবার মত নিশ্চয় তুলে ধরতে পারেন। কিন্তু অভিনেতা হিসেবে রোজ রোজ ট্রোলিং, মিম দেখলে কষ্ট পাই। একই সঙ্গে মনে করি সেটা অস্বাস্থ্যকর।'
আরও পড়ুন: ঋতুপর্ণার চোখে অভিন🐓েতারা হচ্ছেন দাবার মন্▨ত্রী! রাজা-রানি-গজ কারা?
আরও পড়ুন: 'যখন দেখল...' খেলাধূলায় হালে পানি না পেয়ে নাচ ন𝓡িয়ে এগোন ডোনা! সৌরভের কথায় হেসে খুন ঋতুপর্ণ
ইন্দ্রনীল আরও বলেন, 'কেবল অভিনেতা নয়, খেলোয়াড়দেরও একই ভাবে কটাক্ষের মুখে পড়তে হয়। আমি আজ গিয়ে কোনও চিকিৎসককে বলতে পারব না আপনি চিকিৎসা ছেড়ে দিন। কিন্তু তিনি আমায় বলতে পারেন অভিনয়টা ছেড়ে দিন। আমাদেরও আমাদের কাজটা শিখতে হয়। ক্যামেরার সামনে কথা বলা😼টা সহজ মনে হলেও সেটা নয়। আসলꦕে এই পেশাটাই বড্ড দুর্ভাগ্যজনক।'
অনেকেই আজকাল আস্ক মি এনিথিং, লাইভ সেশন করেন। সেসব নিয়ে ইন্দ্রনীল জানান, 'আমি দর্শকদের সঙ্গে লাইভ চ্যাট করি না। ইনস্টাগ্রামে খালি ছবি দিই। আসলে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখি। আমার কাজ অভিনয় করা। সেটাই করি। সেটা দেখে মানুষ ভালো মন্দ বলবেন। সকলের সঙ্গে ব্যক্তিগত ভাবে ক🥂থা বলা আমার কাজ নয়। সোশ্যাল মিডিয়া ট্রোলিং পড়তে আমি রাজি নই। তাই নয়ন রহস্য নিয়ে কে কী বলেছে জানি না।'
নয়ন রহস্য প্রসঙ্গে
নয়ন রহস্য ছবিতে গুরত্বপূর্ণ ভূমিকায় দে💫খা যাবে রাজেশ শর্মাকে। থাকবেন দেবনাথ চট্টোপাধ্যায়ও। নয়নের চরিত্রে থাকবে ক্লাಞস সিক্সের ছাত্র অভিনব বড়ুয়া। এছাড়া শুভ্রজিৎ দত্ত, মোহন আগাসে, প্রমুখ থাকবেন অন্যান্য চরিত্রে। সুরিন্দর ফিল্মস এই ছবির প্রযোজনা করেছে। সন্দীপ রায়ের পরিচালনায় আসছে এই ছবি। মুখ্য ভূমিকায় থাকবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, আয়ুশ দাস, অভিজিত গুহ।