১০ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে 🤪ম্যাচের ঠিক আগে MI দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং MI দলের মালিক আকাশ আম্বানি মুম্বইয়ের রাস্তায় একসঙ্গে একটি গাড়িতে লেন্সবন্দি হন। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
গাড়ি চালাচ্ছিল আকাশ, পাশের সিটে রোহিত
নেটিজেনেওর দাবি, গাড়িতে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানির পাশে বসে থাকতে দেখা যায় রোহিত শর্মাকে। এমআইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বসে ছিলেন পাশের সিটে। ব্লকবাস্টার ম্যাচের আগে গাড়ি থাম��ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তার মুখ স্পষ্ট দেখা যায়নি। অনেকেরই দাবি, শারীরিক চেহারা এমআই মালিকের সঙ্গে অনেক মিল রয়েছে।
আরও পড়ুন: হাওড়া ব্রিজে রুহ বাবা, বুধে শ🍰্যুটিং ভিক্টোরিয়ার সামনে, কলকাতার প্রেমে বুঁদ কার্তিক আরিয়াℱন
আরও পড়ুন: ১১ এপ্রিল জাতীয় পোষ্য দিবস, পোষা বন্ধুর যত্ন নেবেন 𒁃কীভাবে, জানুন দিনটির ইতিহাস ও তাৎপর্য
চর্চা তুঙ্গে
এক্সে এই ছোট ক্লিপ ভাইরাল হওয়ার পরই, MI ক্যাম্পে বড় কিছু ঘটতে পারে বলে জল্পনা চলছে। এই ভিডিয়োটি এমন সময়ে সামনে এসেছে যখন MI টিমꦛের মধ্যে বিবাদ দেখা যাচ্ছে। আইপিএল ২০২৪-এর শুরুতে টানা ৩টি ম্যাচ হেরেছে মুম🔜্বই। যদিও এটি শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব বিতর্কিত বলে মনে হচ্ছে, কারণ ভক্তরা ক্রমাগত রোহিতকে আবার অধিনায়ক করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ত্রিম্বকেশ্বর, ঘ্🍰রুষ্ণেশ্বর মন্দিরে মেয়ে রাশার সঙ্গে পুজো দিলেন রব𝓡িনা
রোহিত এবং আকাশ
তবে রোহিত ও আকাশকে একাধিক সময় একসঙ্গে দেখা গিয়েছে। এর আগে, সানরাইজার্স হায়দরাবাদের কไাছে MI-এর পরাজয়ের পর (হার্দিকের অধিনায়কত্বে দ্বিতীয় পরাজয়), উভয় দলকে ডাগআউটে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে। অন্যদিকে, প্রাক্তন ভারত ও বাংলার ব্যাটসম্যান মনোজ তিওয়ারি মনে করেন যে এমআই-এর ভাগ্য শীঘ্রই পরিবর্তন না হলে রোহিতকে অধি🅘নায়কত্ব ফিরিয়ে দেওয়া হতে পারে।
২০২২ সালে একই রকম এক সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। সিএসকে-র আইপিএল ওপেনারের দুদিন আগে খবর এসেছিল এমএস ধোনির জায়গায় অধিনায়কের দায়িত্ব নেবেন রবীন্দ্র জাদে𓆉জা। দল টানা পাঁচ পরাজয়ের পর আবার অধিনায়ক হন ধোꦏনি।
হার্দিক প্রসঙ্গে
টানা ২ বছর গুজরাট টাইটানসে কাটানোর পর গত বছরের নভেম্বরে মুম্বইয়ে ফিরে আসেন হার্দিক। ভক্তরা তার প্রত্যাবর্তনকে স্বাগত জানালেও রোহিতের জায়গায় তাকে𝔉 অধিনায়ক করাটা মেনে নেয়নি। এই কারণেই হার্দিকের অধিনায়কত্ব ঘোষণার দিন থেকে শুরু হওয়া প্রতিক্রিয়া আজও অব্যꦑাহত রয়েছে।
হার্দিককে তার হোম গ্রাউন্ড আহমেদাবাদে অপ্রীতি𓂃কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ভক্তদের রোষের মুখে পড়তে হয়েছে। হার্দিকের প্রতি জনতার ক্ষোভ এতটাই ছিল যে সঞ্জয় মাঞ্জরেকরকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তিনি দর্শককে 'সঠিক আচরণ' করার নির্দেশ দেন। তবে এর প্রভাব দেখা যায়নি।