প্রথমদিন আয়ের নিরিখে শাহরুখকে ছুঁতে পারলেন না সলমন। ১০০ কোটির ম্যাজিক ফিগার থেকে সামান্য দূরে থাকলেন ভাইজান। তবে সল্লু মিঁয়ার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনার টাইগার ৩। প্রথম দিন বিশ্ব বক্স অফিসে ৯৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি, জানিয়েছে প্রযোজক সংস্থা যশরাজ ফিল্মস। আরও পড়ুন-হলের মধ্যেই রকেট-তুবড়ি জ্বালিয়ে উচ্ছ্বাস সলমন ভক্তদের, টাইগার ৩ দেখতে গিয়ে আতঙ্༺কিত দর্শকরা
দিও🌄য়ালির দিন ভারতে এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৫২.৫০ কোটি টাকার। টাইগার ৩ থেকে হুড়োহুড়ি সলমন ভক্তদের। ‘লেকে প্রভু কা নাম’-এর তালে নাচল সকলে, সিটি আর হাততালি ভরে গেল হল, এমন ছবি গোটা দেশ থেকে ভেসে এসেছে। কিন্তু এত আনন্দ আর উদযাপনের মাঝেই কপালে চিন্তার ভাঁজ সলমনের।
নেপথ্যে মালেগাঁও-এর এক প্রেক্ষাগৃহের ঘটনা। সেখানে সলমনের ছবির উদযাপনে ভেসে ভক্তরা সিনেমা হলের ভিতরই বাজি পোড়ানো শুরু ক▨রে। ওমনি শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি, সামান্য চোটাঘাতও পান কেউ কেউ। ঘটনার কথা শুনে স্তম্ভিত ভাইজান। সোশ্যাল মিডিয়ায় উগড়ে দিলেন ক্ষোভ। সলমন লেখেন, ‘আমি টাইগার ৩-র প্রদর্শন চলাকালীন থিয়েটারের ভিতর বাজি পোড়ানোর ঘটনা শুনলাম। এটা ভয়ঙ্কর। চলুন ছবিটা আমরা উপভোগ করি, নিজেদের এবং অপরকে বিপদের মুখে ঠেলে দেবেন না। সুরক্ষিত থাকুন’।
মহারাষ্ট্রের মালেগাঁও-এর ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। সলমনের এন্ট্রি সিনের সময়ই রকেট বাজি ফাটায় একদল ভক্ত। বাজি জ্বলতে শুরু হলেই অন্য দর্শকরা ভয় পেয়ে যান। ভয়ের চোটে দৌ🌼ড়াদৌড়ౠি শুরু হয়, বিশৃঙ্খল পরিস্থিতির ভিডিয়ো এখন ভাইরাল।
ঘটনায় তদন্তে নেমে মোহন থিয়েটারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই মামলায় ২ জনকে 𓃲আটক করেছ🐲ে মহারাষ্ট্র পুলিশ।
প্রসঙ্গত, &nb🎐sp;৬ বছর পর অবিনাশ রাঠোর ওরফে ভারতীয় গুপ্তচর টাইগারের চরিত্রে ফিরলেন সলমন। সঙ্গী 'জোয়া' ক্যাটরিনা। ভিলেনের ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি। পরিচালকের আসনে মণীশ শর্মা। টাইগার ফ্রাঞ্চাইসির তিন নম্বর ছবি এটি। এই ছবির বাড়তি আকর্ষন ক্যামিও রোলে শাহরুখ ও হৃতিকের উপস্🌱থিতি। প্রথমবার যশরাজ স্পাই ইউনিভার্সের তিন তারকা এক ছবিতে।
‘ জওয়ান’ এবং ‘ꦓপাঠান’, শাহরুখের ১০০০ কোটির দুই ছবিই মুক্তির প্রথমদিন বিশ্ব বক্স অফিসে ১০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁতে সক্ষম হয়েছিল। সলমনও সেই সাফল্য ছুঁতে পারেননি, ৬ ধাপ দূরে শেষ করেছেন। কিন্তু ১০০০ কোটির গণ্ডি কি তিনি পার করতে পারবেন? আগামি কয়েক সপ্তাহে ൲সেই ছবিটা স্পষ্ট হবে।