গত বছরই সাতপাকে বাঁধা পড়েছেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। এদিন তাঁদের বাড়িতে এলেন জগৎগুরু শঙ্করাচার্🥂য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। জগৎগুরু গাড়ি থেকে নামতেই সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে তাঁকে বাড়িতে অভ্যর্থনা জানান রাঘব। বরণ করে তাঁকে বাড়িতে তোলেন পরি🅷ণীতি।
কী ঘটেছে?
এদিন ANI এর তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানে দেখা যাচ্ছে জগৎগুরু শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ গাড়ি থেকে নামতেই তাঁর শিষ্যরা তাঁর মাথায় ছাতা ধরেন। অন্যদিকে মাটিতে লুটিয়ে পড়ে তাঁকে প্রণ𓂃াম জানান আপ নেতা রাঘব চাড্ডা। 🌸পাশে বরণের থালা হাতে দাঁড়িয়ে থাকেন তাঁর মা এবং পরিণীতি চোপড়া।
এরপর বাড়ির অন্দরে শঙ্করাচার্যের পাদুকা সেবা করতে দেখা যায় রাঘব এবং পরিণীতিকে। মালা পরাতে দেখা যায় তাঁদের। এরপর তাঁরা পাশাপাশি বসে জ𒈔গৎগুরুর থেকে তাঁর বাণী শোনেন।
প্রসঙ্গত কিছুদিন আগেই রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার প্রথম বিবাহবার্ষিকী গেল। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এরপর এদিন তাঁদের বাড়িতে পদধূলি দিলেন শঙ্করাচার্য। ANI এর তরফে যেমন সেই ঘটনার এ🌞কাধিক ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে। তেমনি অভিনেত্রী নিজেও এদিনের বেশ কিছু ছবি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
রাঘবের দিল্লির বাড়িতে এদিন তাঁর নেতৃত্ব𒁃ে পুজো হয়। প্রসঙ্গত স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ হলেন ভারতের উত্তরাখণ্ডের জ্যোতিষ পিঠের ৪৬ তম শঙ্করাচার্য।