অভিনেতা জাহ্নবী কাপুর বলিউডে অভিষেকের ঠিক আগে হারান মꦏা-কে। ছোট থেকেই বড়ই মা ন্যাওটা ছিলেন তিনি। সকালে ঘুম থেকে উঠে শ্♓রীদেবীর মুখ না দেখলে, শান্তি পেতেন না। সেই মায়ের হঠাৎ করে চলে যাওয়া মেনে নিতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে জাহ্নবী জানালেন, জনসমক্ষে হাসিখুশি থাকার চেষ্টা করলেও, একবার এক রিয়েলিটি শো-র মঞ্চে রীতিমতো প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছিল তাঁর। যখন সেখানে শ্রীদেবীর স্মৃতিতে একটি ভিডিয়ো চালানো হয়েছিল।
২০১৮ সালে 'ধড়ক' ছবির মাধ্যমে অভিনয়ে পা রাখেন জাহ্নবী। ওই বছরই তাঁর মা মারা যান। সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাকে হারানোর শোক কাটিয়ে নিজের প্রথম ছবির প্রচারের জন্য বেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরিয়ে পড়ার সময়ের স্মৃতিচারণ করলেন।
প্যানিক অ্যাটাকের মুখোমুখি জাহ্নবী:
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একটা নাচের রিয়েলিটি শো-তে গিয়েছিলাম। আর ওখানেই ঘটে এই ঘটনা। আমি ধড়কের প্র♕চার করছিলাম। তখনও মা চলে যাওয়ার স্মৃতি তাজা। আমার টিম খেয়াল রাখছিল, যাতে মায়ের স্মৃতি আমার মনে আসে। কিন্তু এই ষো আমাদের জানায়নি যে, তাঁরা মাকে ট্রিবিউট দিচ্ছে। তারা আবেগঘন ভয়েসওভার দিয়ে আমার মায়ের সব গানের অডিও-ভিজ্যুয়াল বাজি♉য়েছিল। কিছু বাচ্চা মায়ের সিনেমার গানে নাচও করছিল।’
জাহ্নবী স্বীকার করেন যে সংগীত শ্রদ্ধাঞ্জলি সুন্দর ছিল, তবে তিনি এর জন্য প্রস্তুত ছিলেন না। ‘আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি চিৎকা💎র করে কাঁদতে শুরু করি। মঞ্চ থেকে দৌড়ে ভ্যানে গিয়ে উঠেছিলাম। তবে তাঁরা এসব কিছুই রাখেননি। পরিবর্তে আমার হাততালি আর হাসির একটা ক্লিপ রেখেছিল। যা দেখে লোকেরা আমাকে ট্রোল করত🌸ে শুরু করে, ‘এর তো দেখছি কিছুই যায় আসে না’! কিন্তু যা হয়েছিল, তা একেবারে আলাদা।’
আরও পড়ুন: রাহা মাত্র দেড় বছরের, দীপাবলিতেꦆ বদলে যাবে রণবীর🌄-আলিয়ার মেয়ের জীবন, কীভাবে?
জাহ্নবীকে আরও বলতে শোনা যায়, কীভাবে কোনও সা💟ক্ষাৎকারে তাঁর মা-কে নিয়ে বলা কথা নিয়ে কটাক্ষ করত নেটপাড়া। তাঁকে কোনও ছবি বা ভিডিয়োতে হাসতে দেখলে মন্তব্য করা হত, শ্রীদেবীর মৃত্যু তাঁর উপর প্রভাব ফেলেনি। সেটিকে ‘বিভ্রান্তিকর সময়’ বলেও উল্লেখ করেন।
জাহ্নবী এবং শ্রীদেবী সম্পর্কে
জাহ্নবী চলচ্চিত্র নির্মাতা বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর প্রথম সন্তান। খুশি কাপুর নামে তাঁর এক বোনও রয়েছে। ১৯৬৭ সালে মাত্র চার বছর বয়সে তামিল ছবি 'কান্ধন করুনাই'-তে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন শ্রীদেবী। পরে তিনি রানী মেরা নাম (১৯৭২) দিয়ে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং জুলি (১৯৭৫) এবং সোলভা সাওয়ান (১৯৭৯) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। 'হিম্মতওয়ালা', 'মাওয়ালি', 'তোফা', 'নয়া কদম', 'মিস্টার ইন্ডিয়া', 'চাঁদনি',🍸 ‘সাদমা’, ‘নাগিনা’, ‘চালবাজ’, 'খুদা গাওয়াহ', 'লাডলা'-র মতো ব্লকবাস্টার ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন: ডিভোর্সের পরও ‘চিপ𝄹কে থাকেন’ প্রাক্তন বরের স🦋ঙ্গে! কিরণের দাবি, ‘পরিবারের চাপেই আমি আর আমির…’
১৯৯৭ সালে জুদাই-এর পরে তিনি বিরতি নিয়েছিলেন এবং মাতৃত্বকে আলিঙ্গন করেছিলেন। ২০১২ সালে ইংলিশ ভিংলিশ দিয়ে ক🔜ামব্যাক করেন।
২০১৮ সালে দুবাইয়ের 🐼একটি হোটেলে আচমকাই জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। যদিও তার শেষ সিনেমা ছিল মম, তবে শাহরুখ খানের জিরোতে একটি ক্যামিও উপস্থ𓄧িতি করেছিলেন। ২০১৯ সালের জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাহ্নবীর প্রথম ছবি ধড়ক। জাহ্নবীকে আগামীতে রাজকুমার রাওয়ের সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে দেখা যাবে।