লাহোরে বসে ২৬/১১-র মুম্বই হামলা নিয়ে পাকিস্তান সরকারকে কথা শুনিয়ে এসেছেন জাভেদ আখতার। দেশে ফিরে এসে গীতিকার জানিয়েছেন, ‘আমার মন্তব্য পাকিস্তান🌳ে সমাদৃত হয়েছে। পাক নাগরিকরা হাততালি দিয়ে আমার কথায় সমর্থন করেছেন। পাকিস্꧒তানে এমন বহু মানুষ আছেন, যাঁরা ভারতকে ভালোবাসেন।' কিন্তু নাহ, সবাই যে ভারতকে ভালোবাসেন, তা একেবারেই নয়। আর তারই প্রমাণ মিলল পাক অভিনেত্রী সবুর আলির কথায়।
জাভেদ আখতারের মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে একাধিক ইনস্টা স্টোরি শেযার করেছেন অভিনেত্রী সবুর আলি। লিখেছেন, ‘কেউ বাড়িতে ঢুকে অপমান বেইজ্জত) করে যাচ্ছেন, আর তাঁকে নিয়ে উচ্ছ্বাসিত হচ্ছেন, তাঁকে সম্মান করছেন। তাঁর পায়🍸ের কাছে বসছেন! কী লজ্জা…’। এরপর সবুর ফের উর্দুতে লেখেন, ‘সমস্ত শিক্ষিত নিরক্ষর - তথাকথিত নিচ মনের - আপনারা কখনই নিজের দেশের প্রতিভাকে সমান সম্মান দেননি। এই দেশেও এমন অনেক শিল্পী ছিলেন যাঁদের শেষপর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো অর্থও ছিল না। তখন এই সব প্রতিভার প্রশংসাকারীরা কোথায় ছিলেন?’
সবুর আলি আরও লিখেছেন, 'যাঁরা নিজেরাই নিজেদের সম্মান 🐲করতে জানেন না, বাইরের লোক তাঁদের কীভাবে সম্মান করবেন! মানলাম শিল্পী ও শিল্পীর কোনও বেড়া নেই, কিন্তু নিজের মান ও সম্মানের বেড়া তো আছে!’
পাক অভিনেতা শান শাহিদও সাম্প্রতিক এক অনুষ্ঠানে জাভেদ আখতারের মন্তব্য নিয়ে তোপ দেগেছেন। শান শাহিদ বলেন, ‘গুজরাটে মুসলমানদের যখন হত্যা করা হল, তখন তো ইনি চুপ ছিলেন, আর এখন ইনি পাকিস্তানে এসে মুম্বই𒀰 হামলার চক্রীদের খুঁজছেন। আমার প্রশ্ন জাভেদ আখতারকে পাকিস্তানে আসার ভিসা কে দিল?’
এখানে শেষ নয়, পাক অভিনেতা-ভিজে আনুশে আশরাফ টুইটে লিখেছেন, 'অতিথিকে সম্মান দেওয়া অপরিহার্য। তবে তা কখনওই নিজের আত্মসম্মানের মূল্য চুকিয়ে নয়। কেউ কেউ যেভাবে প্রশংসায় জাভেদ আখতার সাহেবের কাছে নত হচ্ছিলেন, তা দেখে মনে হয়, তাঁদের তাঁকে খুশি করার বাড়তি ইচ্ছে ছিল। হয়তো উনি কথা বলতে বলতে ক্লান্ত ꧅হয়ে পড়তেন যদি না আমরা ওঁকে মর্যাদা না দিতাম।' এছাড়াও পাক অভিনেতা হারুন শাহিদ টুইটে জাভেদ আখতারের মন্তব্য নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
প্রসঙ্ꩲগত, পাক কবি ফয়েজ আহমেদ ফয়েজের স্মৃতিতে লাহোরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই তিনি মনে করিয়ে দেন এক দগদগে ইতিহাসের কথা, যে কথা ভারতীয়রা বহু বছর পরেও ভুলতে পারেননি। অনুষ্ঠানে এক ব্যক্তি জাভেদ আখতারকে বলেন, ‘আপনি দেশে গিয়ে পাকিস্তান সম্পর্কে কী বলবেন? বলবেন, পাকিস্তানের মানুষ শুধু আমাদের উপর বোমই ফেলে না, ওরা ফুল-মালা দিয়ে আমাদের অভ্যর্থনাও করেন।’ তাঁর কথার প্রসঙ্গ ধরেই জাভেদের আখতার তখন বলেন, ২৬/১১ হামলাকারীরা নরওয়ে বা মিশর নেই। ওরা এখনও আপনার দেশেই রয়েছেন, তাই কোনও ভারতীয় এই বিষয়ে অভিযোগ করলে আপনার ক্ষুব্ধ হওয়া উচিত নয়।'