পর্দায় শাসক শ্রেণির বিরোধিতায় সরব হয়েছে ‘জওয়ান’, গরীব মানুষের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সে। শাহরুখের ছবি ঘিরে তাই রাজনৈতিক তরজা তুঙ্গে। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে আবেগী বার্তা শাহরুখ খানের। আরও পড়ুনꦍ-নুসরত আমার সাপোর্টার, টলিউডে সবাই মুখে বলে একজোট হ๊তে হবে, কাজে করে না: যশ দাশগুপ্ত
জি-২০ শীর্ষ সম্মেলন ঘিরে সরগরম রাজধানী দিল্লি। বিশ্বের তাবড় নেতারা হাজির সেখানে। মার্কিন প্রে▨সিডেন্ট জো বাইডেন থেকে ব্রিটিশ প্রধামন্ত্রী ঋষি সুনাক, সকলেই যোগ দিয়েছেন ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে। দু’দিনের এই আলোচনা সভায় বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও অনান্য় বিষয় নিয়ে চলেছে আলোচনা। শীর্ষ সম্মলনের সমাপ্তির দিন ব্রাজিলের হাতে ব্যাটন তুলে দেন মোদী। দু-দিনের অনুষ্ঠানের কিছু মুহূর্তের ক্যামেরাবন্দি কোলাজ এক্স প্ল্যাটফর্মে (অতীতে টুইটার) তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভারতের শীর্ষ নেতার সেই পোস্ট নিজের দেওয়ালে শেয়ার করে শাহরুখ নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান।
‘জওয়ান’ তারকা মোদীর ভূয়সী প্রশংসা করে লেখেন- মাননীয় প্রাধনমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অভিনন্দন। জি-২০ সম্মেলনকে সাফল্যমণ্ডিতভাবে রূপদান এবং বিশ্বের মানুষের উন্নত ভবিষ্যত গড🌃়ার জন্য দেশগুলির মꦐধ্যে ঐক্য গড়ে তোলার জন্য ধন্যবাদ জানান। এটি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি নিয়ে এসেছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একত্রে উন্নতি করব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ...।’
শাহরুখ যখন মোদীর প্রশংসায় পঞ্চমুখ, তখন জওয়ান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এন্টারটেনমেন্টের মিশেলে তৈরি হলেও এই ছবি প্রতিবাদের এক জ্বলন্ত প্রতীক꧟। ‘জওয়ান’ কথা বলে কালো টাকা নিয়ে, দুর্নীতি নিয়ে, কৃষকদের আত্মহত্যা নিয়ে, সরকারি হাসপাতালের বেহাল দশা নিয়ে। রবিবারই ‘জওয়ান’কে হাতিয়ার করে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ শানালেন কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ। মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর প্রশ্ন, ‘গদর ২-এর পর পার্লামেন্টে কি জওয়ান দেখানো হবে?’
এক্স প্ল্যাটফর্মে জয়রাম রমেশ লেখেন- ‘গদর ২ তো নতুন পার্লামেন্ট বিল্ডিং-এ কিছুদিন আগেই প্রদর্শিত হয়েছে। মোদী সরকারের কি সাহস আছে সেখানে ꦚজওয়ান দেখানোর?’
গত ৭ই সেপ্টেম্বর বক্স অফিসে মুক্তি পেয়েছে শাহরুখের ‘জওয়ান’। ছবিতে প্রথমবার কিং খানের নায়িকা হিসাবে দেখা মিলেছে নয়নতারা। এটাই দক্ষিণী সুন্দরীর প্রথম বলিউড ছবি। এছাড়াও এই ဣছবিতে রয়েছে𒈔ন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রারা। ক্যামিও অ্যাপিয়ারেন্সে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্তরা। মাত্র তিনদিনেই বিশ্ব বক্স অফিসে ৩৫০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি।