অসুস্থ ছিলেন বেশকিছুদিন ধরেই, তবে দোলের দ🔜িনই মুখোপাধ্য়ায় পরিবারে আসে খারাপ খবরটা। জানা যায়, প্রয়াত অয়ন মুখোপাধ্যায়ের বাবা, বর্ষীয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায়। তবে শুধু অয়ন মুখোপাধ্যায়ের বাবা হিসাবেই নয়, সিনেমার দুনিয়াতেও বিশেষ অবদান রয়েছে দেব মুখোপাধ্যায়ের। প্রতিবছর মুম্বইয়ের বিখ্যাত 'মুখার্জি' পরিবারের দুর্গাপুজোয় কাজল, তনিশা, রানি, অয়ন মুখোপাধ্যায়দের সঙ্গে দেখা যেত দেব মুখোপাধ্যায়কে।
এদিকে বচ্চন পরিবারের সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের সম্পর্ক বহু পুরনো। প্রতি বছর মুখোপাধ্যায়দের দুর্গাপুজোতেও হাজির থাকতে দেখা যায় জয়া বচ্চনকে। ১৪ মার্চ, শুক্রবার তাই দেব মুখোপাধ্যায়ের মৃত্যু খবর মিলতেই 'মুখার্জি' পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ছুটে যান জয়া। অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে ঢোকার পথে কাজলের সঙ্গে দেখা হতেই তাঁকে জড়িয়ে ধরে দীর্ঘ আলিঙ্গন করেন জয়া। কাকার মৃত্যুতে শোকাহত কাজলকে সান্ত্বনা দিতে দেখা যায় জয়াকে। এরপরে জয⭕়া এবং কাজলকে একে অপরের সাথে কথাবার্তা বলতেও দেখা যায়। সেখানে তাঁদের সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির ভিতরে ঢুকতে দেখা যায় তাঁদের।
আরও পড়ুন-বেস্ট ফ্রেন্ড অয়নের পাশে, দেব মুখোপাধ্যায়ের শেষযাত্রায় 🦹কাঁধ দিলেন💛 রণবীর কাপুর