'দয়া করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচান', মোদী সরকারের ২০২৫-এর বাজেটকে ক🥃টাক্ষ করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে এমনই প্রশ্ন উত্থাপন করলেন জয়া বচ্চন। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের দাবি, এই সরকার বলিউডকে 'হত্যা' করার চেষ্টা করছে।
ঠিক কী বলেছেন জয়া বচ্চন?
জয়া বচ্চন বলেন, ‘আপনারা একটা শিল্পকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন। অন্যান্য সরকারও এই একই কাজ করছে। তবে আজ আপনি এটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। আপনি সিনেমা এবং বিনোদন শিল্পকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন কারণ আপনি শুধুই নিজের উদ্দে𝓰শ্য পূরণের জন্য এগুলি ব্যবহার করেন’।
জয়া আরও বলেন, ‘এবার জিএসটি বাদ দিন, সমস্ত সিঙ্গল স্ক্রিন (থিয়েটার) বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হলে যাচ্ছেন না কারণ সবকিছু এত ব্যয়বহুল হয়ে গিয়েছে। হয়ত আপনি এই শ🦋িল্পকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চান। তবে এটাই একমাত্র শিল্প যা সমগ্র 🌸বিশ্বকে ভারতের সঙ্গে সংযুক্ত করে’।
আরও পডಌ়ুন-জুনেদ-খুশির 'লাভিয়াপা' নাকি হিমেশের ‘ব্যাডঅ্যাস রবিকুমার’, বক্স অফিসে দুই𒆙 ছবির হাল কী?
আরও পড়ুন-'পত্রলেখা রান্না করতে ভালোবাসে,🌺 আর বাড়িতে আমি বাসন মাজি', বলছেন রাজღকুমার
আরও পড়ুন-🦄‘বাবা-মায়ের যৌনতা’ নিয়ে বিতর্কিত মন্তব্য, FIR করল মহারাষ্ট্র সাইবার সেল, প🎐দক্ষেপ সংসদেও
আরও পড়ুন-‘বাবা-মায়ের যৌনতা’ নিয়ে বিতর্কিত মন্তব্য, FIR করল মহারাষ্ট্র 💎সাইবার সেল, পদক্💛ষেপ সংসদেও
জয়া বচ্চন সরকারকে সিনেমা শিল্পের প্রতি দয়া দেখানোর জন্য অনুরোধ করেন। তিনি বলেন বলেন, ‘আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বলছি এবং অডিও-ভিজ্যুয়াল শিল্পের পক্ষ থেকে এই সংসদের কাছে অনুরোধ করছি, যে অনুগ্রহ করে ওদের প্রত♈ি দয়া করুন। ওদের উপর এই বোঝা চাপাবেন না। আপনি এই শিল্পকে হত্যা করার চেষ্টা করছেন। দয়া করে এটি করবেন না। এখন থেকে আপনি সিনেমাকেও টার্গেট করেছেন’।
ফিল্ম ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জিং পরিস্থিতিকে তুলে ধরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জয়া বচ্চনের অনুরোধ, ‘আমি অর্থমন্ত্রীকে অনুরোধ ক🐟রছি যে এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য কিছু একটা করুন এবং দয়া করে কিছু ব্যবস্থা করুন।’