সম্প্রতি নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শোতে এসেছিলেন জয়া বচ্চন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে এবং নভ্যার মা শ্বেতা ব⛄চ্চন নন্দা। এই হোয়াট দ্য হেল নভ্যা শোতে এসে এদিন জ🉐য়া এবং শ্বেতা ইন্টারনেটের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। সেখানেই জয়া জানান তিনি কেন সোশ্যাল মিডিয়ায় নেই। কেন মুখ ফিরিয়ে রেখেছেন এসব থেকে।
ইন্টারনেট নিয়ে কী বললেন জয়া?
জয়া বচ্চন হামেশাই লাইমলাইটে থাক🌄েন তাঁর করা বিভিন্ন মন্তব্যের জন্য। এবার তিনি আরও একবার প্রচারের আলোয🐼় উঠে এলেন সোশ্যাল মিডিয়া এবং মানসিক স্বাস্থ্যে তার প্রভাব নিয়ে কথা বলার জন্য।
আরও পড়ুন: পরিবারের ওপর নজরদারির জনꦰ্য নয়া পন্থা অবলম্বন করেছেন জয়া বচ্চন, ফাঁস করলেন মেয়ে শ্বেতা
এদিন নভ্যা নভেলি নন্দা তবে শোতে তাঁর মা এবং দিদিমাকে ইন্টারনেটের বুদ্ধিমান মানুষ বলে পরিচয় দেন। এটার উত্তরে শ্বেতা বলেন, 'আমি যখন বড় হচ্ছিলাম তখন য💙দি ইন্টারনেট থাকত তাহলে কী ভালো হতো। আজকাল ইন্টারনেটের জন্য হোমওয়ার্ক সহ অন্যান্য কাজ করা কত সহজ হয়ে গিয়েছে।' এর উত্তরে জয়া বচ্চন বলেন, 'আমরা যখন ছিলাম তখন আমাদের ফোন করার জন্য আগে থেকে বুক করতে হতো। একটা ছিল সাধারণ কল। আরেকটা ছিল এমারজেন্সি কল। প্রেমিকের সঙ্গে কথা বলতে চাইলে সেটা এমারজেন্সি কল হবেই হবে।'
নভ্যা তখন তাবড় দিদিমাকে জিজ্ঞেস করেন যে এই যে তাঁদের সময় ইন্টারনেট ছিল না সেটায় কি তাঁদের স্ট্রেস লেভেল কম থাকত? উত্তরে জয়া জানান, 'হ্যাঁ অবশ্যই। তুমি হয়তো বুঝছ না কিন্তু তুমি আসলেই খুব স্ট্রেসড। আমাদের সময় আমরা উদ্বেগে ভুগতাম না বা দুশ্চিন্তা করতাম না এত এখনকার বাচ্চারা যেমন করে। আমাদের ছোটবেলা তো ছেড়েই দাও। মাঝ ব🌳য়সী পর্যন্ত এসব ছিল না। এসব আসে কোথা থেকে? এগুলো আসে কারণ তোমরা সমানে কোনও না কোনও ইনফরমেশন পেয়েই যাচ্ছ।'
আরও পড়ুন: অনন্তকে ভা🔯লোবাসার কথা বলতে রাধিকার ভরসা 'শাহরুখ আঙ্কেলের' কোন রোম্যান্টিক ডায়লগ
এই পর্বের প্রোমোতেও জয়াকে বলতে শোনা য🦂ায় যে তিনি কেন সোশ্যাল মিডিয়ার থেকে দূরে আছেন। তাঁর মতে সব কিছু ইনস্টাগ্রামে শেয়ার করার প্রয়োজনীয়তা নেই।