দীর্ঘদিন ধ൩রেই জরায়ুর ক্যানসারে সঙ্গে একটি অসম লড়াই চালাচ্ছিলেন, অবশেষে হার মানলেন। চলে গেলেন অভিনেত্রী ডলি সোহি। ৮ মার্চ সকালে মৃত্য𝕴ু হয় তাঁর। ইটাইমসকে এই খবর তাঁর বাড়ির তরফেই জানান হয়েছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৪৮ বছর।
চলে গেলেন ডলি সোহি
ডলির পরিবারের তরফে এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়, ' আমাদের আদরের ডলি আজ অমৃতলোকে পাড়ি⭕ দিল আমাদের ছেড়ে। ওর মৃত্য🧜ুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ দুপুরেই ওর শেষকৃত্য সম্পন্ন হবে।'
প্রসঙ্গত মাত্র একদিন আগেই ডলির বোন 🍷অমনদীপ সোহি মারা গিয়েছেন। ত🎀িনি জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান। রাত পোহাতে না পোহাতেই চলে গেলেন তাবড় দিদি ডলিও।
অমদীপের মৃত্যুর পর তাঁদের ভাই জানিয়েছিলেন, 'হ্যাঁ, এটা ঠিক যে অমনদীপ আর নেই। ডলিও অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় এমারজেন্সিতে ভর্তি। আমরা এখনও ওর বিষয়ে চিকিৎসককে কিছুই জিজ্ঞেস করে উঠতে পারিনি।' জানা গিয়েছে ডলির শ্বাসকষ্ট শুর🅰ু হয়ে গিয়েছিল। তাঁর ক্যানসার ধরা পড়ার চিকিৎসা চলে। তখন কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শেষ রক্ষা হল না।
আরও পড়ুন: 'অনুপম সব জানত...' প্রাক্তনকে জানি🌠য়েই বিয়ের পিঁড়িতে বসেন পিয়া, গায়কের♉ দাবি 'ভুল', জানালেন পরম
ঝনক শোতে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু শরীরে ক্যানসার থাবা বসালে তাঁকে সেই শো মাঝপথেই ছাড়তে হয়। কেমোথেরাপির পর তিনি এক টানা অনেকক্ষণ শ্যুট করতে 💧পারতেন না।
কে ডলি?
ডলি সোহি বলিউডের ছোট পর্দার অন🎃্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধি☂ক ধারাবাহিকে কাজ করেছেন। তাঁর একটি কন্যা আছে, এমিলি।