জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে ‘যোগমায়া’। 🦩রিক্সা চালকের মেয়ে যোগমায়ার আইএএস অফিসার স্বপ্ন নিয়ে স্নেহাশিস চক্রবর্তীর এই মেগা। যেখানে লিড রোলে দেখা যাচ্ছে নেহা আমনদীপকে। এই সিরিয়ালের সঙ্গে লম্বা সময় পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন নেহা আমানদীপ। তাঁর বিপরীতে রয়েছেন সৈয়দ আরেফিন।
স্টার জলসার ‘শান্টু গুণ্ডা’ এখন জি বাংলায়। তবে নায়িকার সঙ্গে কি বনিবনা হচ্ছে না হিরো-হিরোইনের? সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিল যোগমায়া টিম। সেখানেই সহ-অভিনেতার নামেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ নালিশ ঠুকলেন নেহা আমানদীপ। যদিও আরেফিন নিজেও অভিযোগ অস্বীকার করেননি। শটের বাইরে নেহার সঙ্গে কথাই বলেন না𒀰 নায়ক।
নায়ক-নায়িকার অনস্ক্রিন কেমিস্ট্রির উপরই নির্ভরশীল কোনও মেগার সাফল্🔯য। সৌরভ লাজুক স্বভাবের আরেফিনকে দেখে জানতে চান আরেফিন কেন মিশুতে কুন্ঠাবোধ করেন? অভিনেতা জানান, ‘হ্যাঁ, একটু লাজুক। আমার একটু খুলতে অসুবিধা হয়। যখন মিশে যাই তখনও অনেক কথা বলি।’ নেহার সঙ্গে সমীকরণ জানতে চাইলে আরেফিন মুচকি হেসে বলেন, ‘এখনও ওর সঙ্গে কথাই বলিনি ঠিকমতো করো।’
একথা শুনে হতবাক সৌরভ! নায়িকার সঙ্গে কথাই বলেনি নায়ক, হজম করতে পারলেন না দাদা। হাটে হাঁড়ি ভেঙে নেহা জানান, ‘হ্যাঁ, স্যার সেটে কথাই বলে না। শুধু হাই হাই… ওইটুকুই। এ꧃র বাইরে কোনও কথাই হয় না আমাদের’। মাথꩲা নেড়ে সৌরভের সংযোজন, ‘সত্যি লাজুক মানুষ তুমি মশাই!’
আরেফিন চিত্তরঞ্জনের ছেলে। সেখানে জন্ম ও বেড়ে ওঠা। তাঁকে 'চিত্তরঞ্জনের হৃতিক' বলা হয়। কেন? সেই জবাব সৌরভকে দেন আরেফিন। বলেন, 'ছোটবেলায় পাগলামি ছিল, তখন সবে কহꦛো না প্যায়ার হ্যায় রিলিজ করেছিল। হৃতিক রোশনকে দেখে খুব ভালো লাগেছিল। যা হয় আর কী, বোকার মতো নকল করতে শুরু করি। চিত্তরঞ্জন খুবই ছোট জায়গা, ষোল হাজার কর্মী কা♛জ করত তখন ওখানে, ওদের মধ্যে খুব ফেমাস হয়ে যাই আমি।'
এখনও আর🔥েফিনের মনে গেঁথে রয়েছে চিত্তরঞ্জন। কলকাতার সঙ্গে নিজেকে মেলাতে পারেন না তিনি। বললেন, ‘কলকাতায় আমার রুজি-রুটি, কলকাতাকে আমি পছন্দ করি না তা নয়, তবে এখনও কলকাতার সঙ্গে নিজেকে রিলেট করতে পারি না’।
যোগমায়ায় রেহান চট্টোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন আরেফিন। প্রভাবশালী পরিবার♏ের ছেলে, সঙ্গীত ভালোবাসে রেহান। কেমনভাবে যোগমায়ার সঙ্গে জড়𒁃িয়ে যাবে তাঁর জীবন? আপাতত সেটা জানার অপেক্ষা।
‘ইরাবতির চুপকথা’ মেগার মাধ্যমে চর্চায় উঠে আসেন সৈয়দ আরেফিন। এই মেগায় মানামীর নায়ক হিসাবে দেখা গিয়েছিল তাঁকে, পরবর্তীতে স্টার জলসারই ‘খেলাঘ🧸র’ সিরিয়ালে স্বীকৃতি মজুমদারের বিপরীতে অভিনয় করেছেন সৈয়দ আরেফিন।