সপ্তাশ্ব বসু পরিচালিত সাইকো-হরর জঁর ছবি 'জতুগৃহ'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও নবাগতা পিয়ালি চট্টোপাধ্যায়। আগামী ২৫🅰শে অক্টোবর সিনেমাহলে মুক্তি পাচ্ছে এই ছবি। বনির চোখ দিয়ে ছবির গল্পটা দেখতে পাবেন দর্শক।
ছবিতে এক হোটেল ম্যানেজারের চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত। একজন চার্চ যাজকের ভূমিকায় রয়েছেন পরমব্রত। কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন পায়েল, ছবিতে বনির সঙ্গে জুটি🅷 বেঁধেছেন তিনি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অংশু বাচ।
আরও পড়ুন: অনেক বছর কেটে গেল! বিয়ের এত দিন পরে মাধুরীকে নিয়ে কী বললেন শ্রীরাম
ছবির সিংহভাগ শুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে। কুয়াশায় মোড়া পাহাড়ি গ্রাম নিশাদগঞ্জ। যেখান⛄ে পা রাখলে থমথমে পরিবেশের আঁচ মেলে।
আরও পড়ুন: দাম্পত্য সুখের হয় কার গুণে? উত্তর দিতে পারবেন কৌশিক আর অপরাজিতা? জানাবে ‘কথামৃত’
আরও পড়ুন: সবাইকে নাকি ভয় পাইয়ে দিয়েছেন বরুণ! ‘ভেড়িয়া’র পোস্টারে কী এমন আছে, নিজে দেখে নিন
কালিম্পং,🎶 কার্শিয়াং-এর কিছুটা ভেতর দিকে জনবসতি থেকে একটু দূরে, ঘন জঙ্গল, ছোট হোম স্টে এবং সেই সঙ্গে কলকাতায় হয়েছে ছবির শ্যুটিং। এবার কালীপুজোয় 🐎বড় পর্দায় আসছে বনি-পরমের 'জতুগৃহ'।