প্রেম, সংসার, চাকরি তিনের গেরোয় জীবন একেবারে নাজেহাল হয়ে গেল গো! না, আমার জীবন নয়, অবনীশের জীবন। অফিস কেটে লুকিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করা আছে, গঙ্গার পাড়ে গিয়ে লুকিয়ে চুমু খাওয়া আছে, তাঁর দেওয়া 'আমি না তোমার স্ত্রী?' হুমকি আছে, বসের দাবড়ানি বা বাদ যায় কেন? বাসে ট্রামে একটু ‘ইয়ে’র দোষও আছে।🌟 ধরা পড়লে কপালে আবার মারও জোটে। তবুও সবটা মিলিয়েই বেশ চলছিল অবনীশের জীবন। কিন্তু গোল বাঁধল শীঘ্রই!
অবনীশের সন্তান হয় না। সেটা নিয়ে পাড়াপড়শিদের সে হেব্বি চিন্তা। টিপসও দেয় বিশেষ। কিন্তু একি! বাড়ি ফিরে ‘কুমকুম কুমকুম’ করে চিৎকার করে গলা ফাটালেও বউয়ের সাড়া পাওয়া যায় না। বউ পালিয়েছে! এবার? বন্ধুর পরামর্শে পুলিশের কাছে যায় অবনীশ। শুরু হয় তদন্ত। এক্কেবারে ডেঞ্জারাস ব্যাপার বলতে✃ পারেন! মধ্যবিত্ত মধ্যিখানে আটকে একদম তাঁর জীবন। অবনীশের এমন অদ্ভুত জীবনে শান্তি ফিরবে কবে? নাকি বউ ফিরে পাকাবে আরও বড় ঝঞ্ঝাট? সেই গল্পই বলতে আসছে নতুন সিরিজ ‘ডুগডুগি’!
আরও পড়ুন: আট꧅ মাস পর ফের সক্রিয় ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া, প্রয়াত অভিনেত্রীর অ্যাকাউন্টে কী পোস্ট হলꦬ?
জয়দীপ মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীর জুটি আবারও এই সিরিজের হাত ধরে ফিরছে। এর আগে তাঁরা ‘দ্য একেন’ সিরিজ✤ে কাজ করেছেন। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছেন। এবার একদম নতুন রূপে ধরা দিলেন এই পরিচালক-অভিনেতা জুটি।
এই সিরিজে অনির্বাণকে একদম অদেখা লুকে দেখা গেল। তাঁর সঙ্গে যোগ্য বন্ধু হিসেবে আছেন বিশ্বনাথ বসু। এছাড়া এখানে অন্যান্য চরিত্রে দেখা যাব🐈ে রয়তী ভট্টাচার্য, লোকনাথ দে, শ্রেয়া ভট্টাচার্য, প্রম💛ুখকে। আগামী ২৮ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।
হইচইতে মুক্তি পাবে এই সিরিজ। পদ্মনাভ দাশগুপ্ত এই সিরিজের সংলাপ লিখেছেন। পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। প্রযোজনা করেছে এসভিএফ। উল্লাস মল্লিকের উপন্যাসের ভিত্♏তিতে তৈরি 🌼করা হয়েছে এই সিরিজ।