মা কালী রূপী বহুরূপীর মুখে সিগারেট, তথ্যচিত্রের পোস্টারে এমন দৃশ্য তুলে ধরায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে দক্ষিণী পরিচালক লীনা মনিমেকালাই। এবার নয়া মোড় নিল এই বিতর্ক। পরিচালককে সমন পাঠালো দিল্লির তিস হাজারি আদালত। মা ক🔜ালী সিগারেট খাচ্ছেন, এমন দৃশ্য তুলে ধরা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । হিন্দু দেবীকে ‘কুরুচিকরভাবে’ পেশ করবার অপরাধে পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, সেই মামলার শুনানিতেই অন্তর্বতীকালীন এই রায় দিয়েছেন বিচারক অভিষেক কুমার।
একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ‘কালী’র♕ পোস্টারের বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে। হিন্দু দেবীকে অশালীন ভাবে চিত্রিত করবার অভিযোগে লীনার বিরুদ্ধে দেশের একাধিক জায়গায় আগেই এফআইআর দায়ের হয়েছে আর এবার সমন ধরানো হল পরিচালককে।
লীনার পক্ষ শুনেই আদালত এই মামলা নিয়ে বিস্তারিত রায় দেবে। মামলা๊র পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ই অগস্ট।
উল্লেখ্য, কালী বিতর্কের মাঝেই লাগাতার খুন ও ধর্ষণের🌸 হুমকি পাচ্ছেন লীনা। এক ব্যক্তির দেওয়া ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে সম্প্রতি টুইটারে গর্জে ওঠেন লীনা। তিনি লেখেন, ‘এই লোক কী ভাবে ‘হিন্দু’ হতে পারে? কী ভাবে এই লোকের মনে ‘বিশ্বাস’ থাকতে পারে? কী ভাবে এই লোকটির ‘অনুভূতি’ থাকতে পারে? কী ভাবে একটি ছবির পোস্টার তাকে ‘আঘাত’ করতে পারে? কারণ, সে এক জন নারীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিচ্ছে।’ দিল্লি পুলিশ, লখনউ পুলিশ, গুয🦄়াহাটি পুলিশের উদ্দেশেও তাঁর প্রশ্ন, ‘আপনারা কি এই লোকটিকে আমার উপর আক্রমণ করতে এবং আমাকে অনুসরণ করার অনুমতি দিয়েছেন?
জানিཧয়ে রাখি ওই ব্যক্তি গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন লীনাকে।