বলিউডের স্টার কিডরাও ভীষণ জনপ্রিয়। তাঁদেরও হাজার হাজার ভক্ত। একঝলক দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় স্টক করে প্রচু🧔র মানুষ। সম্প্রতি কাজলের এক সাক্ষাৎকারে এমনটাই উঠে এল। বলিউডের অভিনেত্রী নিজের মুখেই জানালেন, সিঙ্গাপুরে নাইসাকে আটকায় কিছু মানুষ অটোগ্রাফ নেওয়ার জন্য। বলেন, ‘গোটা পৃথিবীর মানুষ 🐎ওকে চেনে’। সঙ্গে জানালেন, তিনি যখন বলিউডে পা রাখেন তখন বেশি মানুষ তাঁকে চিনতেন না, তাই মন খুলে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতেন।
কাজল আর অজয় দেবগনের কন্যা নাইসা দেবগন। ১৯৯৪ থেকে সম্পর্ক অজয়-কাজলের। বিয়ে হয় ১৯৯৯ সালে। ২০০৩-এর এপ্রিল📖 মাসে জন্ম নাইসার। আর কাজল-অজয়ের ছেলে যুগের জন্ম ২০১০ সালের সেপ🥃্টেম্বরে। কাজল হলেন তনুজা আর শোমু মুখোপাধ্যায়ের মেয়ে।
Mashable India০-কে কাজল জানান, ‘আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না, তই বাচ্চা হিসেবে আমাদের জীবনটাও অনেক সহজ ছিল। হ্যাঁ মানুষ জানত আমি ꦰতনুজার কন্যা। কিছু ধারণা তাঁদের মধ্যেও ছিল, তবে সেটা এখনের মতো না। ☂নাইসা এখন সিঙ্গাপুরে লেখাপড়া করছে। একাধিক সময় মানুষ ওকে বাসে থামিয়ে ওর অটোগ্রাফ নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটা হয়তো একটু অদ্ভুত। কিন্তু ওকে গোটা বিশ্বের মানুষ চেনে। আমাকে অন্তত চিনত না যতক্ষণ না আমি ফিল্মি কেরিয়ার শুরু করছি। আমার অন্তত এই স্বাধীনতা ছিল যে যেখানে ইচ্ছে যাওয়ার। যেমন লন্ডন, আমি সিনেমায় না আসা পর্যন্𒁏ত আমাকে সেখানে সেভাবে লোক চিনত না।’
প্রসঙ্গত, ‘সালাম ভেঙ্কি’ পরদায় ফিরছেন কাজল অনেক দিন পর। যেখানে কেন্দ্রীয় চরিত্র ভেঙ্কি আক্রান্ত ডুশেন মাসকিউলার ডিসট্রফি-তে। বেশি দিন বাঁচাতে পারবে না মা। কিন্তু যে কটা দিন বাকি আছে, আনন্দে হাসিমুখে ছেলের আবদার মেটাবে। মা-ছেলের এই জার্নি নিয়েই তৈরি ‘সালাম ভেঙ্কিꦰ’। ভেঙ্কির চরিত্রে বিশাল জেথওয়া। ভেঙ্কির মা কাজল। পরিচালনার দায়িত্ব সামলেছেন সুজাতা।