কল্কি ২💦৮৯৮ এডি ছবিটি মুক্তি পাওয়ার পর ভারত তো বটেই গোটা বিশ্বজুড়ে তুমুল ব্যবসা করেছে। এটি ২০২৪ এর অন্যতম সবথেকে বেশি ব্যবসা করা ছবি। প্রভাস এবং দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটি বানানোর জন্য পরিচালক যেভাবে খেটেছেন মূলত গল্প এবং মহাভারতের সঙ্গে ভবিষ্যতকে মেলানোর জন্য তার প্রশংসা🎃 করেছেন সকলেই। কিন্তু একি! মুক্তির প্রায় মাসখানেক পর আইনি জটিলতার মুখোমুখি কল্কি ২৮৯৮ এডি। কিন্তু কেন?
আরও পড়ুন: 'সত্যিই অনেকটা সময় লাগে...' সোহিনী - শোভনের বিয়ের কয়েকদিনের মধ্যে হঠাৎ কী ন🥂িয়ে𒈔 এমন লিখলেন ইমন?
আইনি জটিলতায় কল্কি ২৮৯৮ এডি
কংগ্রেসের প্রাক্তন নেতা তথা কল্কি ধাম পিঠাধীশ্𒆙বর আচার্য প্রমোদ কৃষ্ণন এদিন কল্কি ২৮৯৮ এডির ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠালেন, কারণ তাঁর মতে এই ছবি নাকꦏি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে।
সেই নোটিশে বলা হয়েছে 'আপনাদের ছবি ঈশ্বর কল্কির মূল ভাবনাকেই বদলে দিয়েছে। হিন্দু পুরাণ এবং মহাকাব্যে যা যা লেখা আছে তার থেকে অনেকটাই আলাদা। কল্কিকে যে ভাবে দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ ভুল এবং অসম্মানজনক। বহু মানুষ প্রায় লক্ষ, কোটি মানꦅুষের কাছে এই বইগুলো বিশ্বাসের প্রতীক।' তাঁর মতে এই ছবি ভুল বার্তা দিয়ে কনফিউশন তৈরি করবে ঈশ্বর কল্কিকে নিয়ে। আর তাতে নাকি মানুষ হিন্দু ধর্মের উপর থেকে বিশ্বাস হারাবে। এতে সামগ্রিক ভাবে🍒 হিন্দুদের ক্ষতি।
এদিন পিটিআইকে দেꩵওয়া সাক্ষাৎকারে আচার্য প্রমোদ কৃষ্ণ♛ন জানিয়েছেন 'আজকাল এটা ফ্যাশন হয়ে গিয়েছে হিন্দু ধর্মের বইগুলোকে বিকৃত করা। কিন্তু এটার অধিকার কারও নেই।'
কল্কি ২৮৯৮ এডি প্রসঙ্গে
কল্কি ২৮৯৮ এডি ছবিটির পরিচালনা করেছেন নাগ ಞ🍬অশ্বিন। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখকে। এটি একটি সায়েন্স ফিকশন থ্রিলার। এই ছবিটি তেলুগু, হিন্দি ভাষা ছাড়াও তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। এই ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকর সলমন, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি, রাম গোপাল ভার্মা প্রমুখকে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।