ইতিমধ্যেই আইনি বিয়ের বর্ষপূর্তি হয়ে গিয়েছে। সামনেই তাঁদের সামাজিক বিয়ের বর্ষপূর্তি ঘটতে চলেছে। তার আগেই বিবাহিত জীবনের গোপন কথা ফাঁস করলেন কাঞ্চন মল্লিক। জানালেন তাঁকে তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ কীভ൲াবে সামলে রাখেন।
আরও পড়ুন: সমুদ্র সৈকতে দোলনায় দুলছেন দে꧒ব! এই ট্রিপেও সঙ্গী রুক্মিণী? ছবি দেখে দুইয়ে দুইয়ে চার নেটপাড়ার
কী জানালেন কাঞ্চন?
এদিন চুপ কর🅘 নামক একটি পোর্টালকে কাঞ্চন মল্লিক তাঁদের বিবাহিত জীবনের একটি সিক্রেট ফাঁস করেꦏন, জানান শ্রীময়ী চট্টোরাজ কীভাবে তাঁকে সামলান। এই বিষয়ে তিনি বলেন, 'আমি আগে বলে দিই আমি একটু ত্যাঁদর টাইপের। কিন্তু, ওই একটা কথা আছে না, বুনো ওল বাঘা তেঁতুল। তো আমি হচ্ছি সেই প্রবাদের বুনো ওল। আমার বুনো ওলকে থামাতে গেলে… বাঘা তেঁতুল ছাড়া কেউ থামাতে পারবে না।'
আরও পড়ুন: বিয়ে🦄র ৩ ༺মাসের মধ্যেই মা হয়ে কটাক্ষের শিকার! ছেলের একমাস পূর্তিতে রূপসা লিখলেন...
তৃণমূল বিধায়ক এদিন আরও বলেন, 'আমি নিজেকে চিনি। বিশ্বাস করুন যে মানুষ বলে যে নিজেকে চিনি না তার থেকে বড় মিথ্যাবাদী ক❀েউ হয় না। আমি জানি আমাকে ওই ব🐭াবু, পুষু, মুনু বলে হবে না। আমাকে ওই চোপ এটা বললেই আমি ঠিক।'
প্রসঙ্গত ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন এই তারকা দম্পতি। সেই বছরই দ্বিতীয় স্ত্রী, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ভাবে ইতি টানেন কাঞ্চন। প্রেম দিবসেই শ্রীময়ীর সঙ্গে নিজের সম্পর্ককে নতুন ধাপে নিয়ে যান। এরপরꦿ মার্চ মাসে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। বছর ঘোরার আগেই নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে কৃষভি। যদিও এখ🌃নও তাঁরা মেয়ের মুখ দেখাননি।
কাঞ্চন এবং শ্রীময়ীর শিবরাত্রি পালন
সদ্যই মহাশিবরাত্রির তিথি গেল। আর সেই উপলক্ষ্যে এদিন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী দুজনেই শিবলিঙ্গে জল ঢালেন। নিষ্ঠা ভরে মহাদেবের পুজো করেন। এদিন সেই ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন খোদ অভিনে💖ত্রী। তাঁদের এদিন আরতি করতেও দেখা যায়।