অভিনয় দুনিয়ার পরিচিত মুখ, আবার রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। বর্তমানে তিনি উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। তবে অভিনয় দুনিয়ায় কেরিয়ার শুরুর আগে বিউটি পার্লারে কাজ করতেন কাঞ্চন মল্লিক। শুনে অবাক হচ্ছেন তো? তবে এটাই সত্যি। একথা একসময় শাশ্বত চট্টোপাধ্যায়ের শো 'অপুর সংসার'-এসে নিজের মুখেই স্বীকার করেছিলেন অভিনেতা, বিধায়ক কাঞ্চন মল্লিক। সম্প্রতি, ফেসবুকে ভাইরাল ভিডিয়োতে নতুন করে উঠে এসেছে কাঞ্চন-শাশ্বত-র স☂েই কথোপকথন।
যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় কাঞ্চন🔯 মল্লিককে প্রশ্ন করেন, অভিনেতা না হলে তিনি কী হতেন? সেকথা প্রসঙ্গেই কাঞ্চন বলেন,
কাঞ্চন আরও বলেন, ‘তখন অনেক 🌸কথা শুনেছি। পাড়ার লোক বলত কিচ্ছু করিস না, সারাদিন বসে থাকিস, সংসার চলবে কী করে! তখন একটা কথা বলেছিলাম, কাকু আপনাক𒀰ে পাড়ার লোক চেনে, রোজ দেখে, আর আমায় দেখতে গেলে অ্যাকাডেমিতে টিকিট কেটে দেখতে হয়।’
পার্লারের কী কী কাজ শিখেছিলেন? শাশ্বত চট্টোপাধ্যায়ের সেই প্রশ্নেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ কাঞ্চন জানিয়েছিলেন, ফেসিয়াল, মেহেন্দি, মাথার চুল আর ঝুলপির যে জায়গা কাটা কঠিন, আমি সেটা কাটতে জানি, এছাড়া ওয়াক্স করতেও জান🅺ি। কাঞ্চন জানান, সেসময় একটা প্রসাধনী সংস্থা ওয়ার্কশপ করাতে এসেছিল, সেটা করেছিলাম, শিখে ছিলাম।
এদিকে বর্তমানে স্ত্রী পিঙ্কির সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পথে হাঁট꧂লেও সেসময় কী করলে ভালো স্বামী হতে পারতেন, শা﷽শ্বতর সেই প্রশ্নের জবাব দিয়েছিলেন কাঞ্চন মল্লিক। উত্তরে তিনি বলেছিলেন, যদি একটু বেশি সময় দিতে পারতেন, ‘ফ্যামিলি ম্যান’ হতে পারতেন তাহলে ভালো হত। যে শাশ্বত চট্টোপাধ্যায় করে থাকেন।
অপুর সংসার-এর সেই এপিসোডে কাঞ্চন মল্লিক ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন সৌরভ দাস। বর্তমানে কাঞ্চন মল্লিক তৃণমূলের বিধায়ক হলেও সেদিন র্যাপিড ফায়ার রাউন্ডে তিনি ব্রাত্য বসু আর কৌশিক সেনের মধ্যে কৌশিককেই বেছে নিয়েছিলেন। উঠে এসেছিলেন বিশ্বনাথ বসু, রুদ্রনীল ঘোষ, যীশু সেনগুপ্ত সহ আরও অনেকের কথা। জানিয়েছিলেন কলকাতার বাইরে গেলে কারোর সঙ্গে ঘর শেয়ার করতে হলে তিনি রুদ্রনীলের সঙ্গেই কর💃বেন।