আমির কন্যা ইরা ও নূপুরের মুম্বই রিসেপশন। আমন্ত্রিত ২৫ হাজার অতিথি। বলিপাড়ার সব তারকাই সেই অনুষ্ঠানে এসে পাপারাৎজির ক্যামেরায় হাসিমুখে পোজ দিয়েছেন। তিনিও এলেন, পরনে ধূসর ও পিঙ্ক রঙের গর্জাস ডিজাইনার লেহেঙ্গা, সঙ্গে গোলাপি ডিꦺজাইনার ওড়না। হাতে, গলায়, কানে মানানসই গয়না। আর কপালে ছোট্ট একটা টিপ। মুগ্ধ করার মতোই…। সকলেই এক ঝটকায় দেখে চমকেই গিয়েছিলেন। মনে মনে সকলের তখন হয়ত একটাই প্রশ্ন, একী দেখি! 'কুইন' কঙ্গনা যে….।
হ্যাঁ, আপনিও শুনে অবাক নিশ্চয়! তবে এটাই ঘটেছে। আমিরের মেয়ের রিসেপশনে সকলকে চমকে দিয়ে হাজির হয়েছিলেন ‘কুইন’ কঙ্গনা। ভাবছেন এই তো মাসখানেক আগেও আমির খানকে নিয়ে খারাপ কথা বলেছিলেন 💮'কুইন'! ত🃏ারপরে তাঁরই মেয়ের রিসেপশনে!
হ্য়াঁ ঠিক তাই। আমিরের ছবি 'লাল সিং চাড্ডা' মুক্তির আগে তাঁর জাতধর্ম নিয়েও কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাওয়াত। বলেছিলেন পিকের মতো হিন্দুফোবিক সিনেমা বানিয়ে কিংবা ভারতকে অসহ্য দেশের তকমা দিয়ে অন🅷েক সিনেমা হিট করিয়েছেন আমির। তাই ধর্ম-দর্শন কপচানো বন্ধ করুন'। আমির পত্নী কিরণকে 'দেশদ্রোহী' বলেতেও একসময় ছাড়েননি 'কুইন'। কিছুদিন আগেই তো আমিরকে 'বেচারা' বলে সম্বোধন করেছিলেন। সেই কঙ্গনাই সেজেগুজে পৌঁছে গিয়েছিলেন আমির খানের মেয়ের রিসেপশনে। যদিও সেখানে গিয়েও পাপারাৎজির ক্যামেরার সামনে 'জয় শ্রীরাম' বলতে ছাড়লেন না কঙ্গনা।
আরও পড়ুন-বাঙালি সাবেকি সাজে কনে সাজলে𒊎ন, সিঁথি রাঙল সিঁদুরে, এনার 'শুভ বিবাহ'! প✨াত্র কে?
এখানেই শেষ নয়, শনিবার ইরা-নূপুরের রিসেপশনে গিয়েই কখনও আমির খানജের পাশে, কখনও আমার আমিরের প্রাক্তন স্ত্রী রিনা দত্তের পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছেন কঙ্গনা। সেই সবই লেন্সবন্দি হয়েছে পাপারাৎজির ক্যামেরায়।
নেটপাড়ার লোকজন বলছেন, ‘কঙ্গনাকে সচারচর কেউ আমন্ত্রণ জানাꦜন না, এড়িয়েই চলেন। সেখানে সুপারস্টার আমির খান আমন্ত্রণ জানানোয় না গিয়ে পারেনি নি কঙ্গনা।’
১৩ জানুয়ারি ইর🏅া-নূপুরের রিসেপশনে কে না আমন্ত্রিত ছিলেন না! ‘বচ্চন’,'কুমার', ‘খান’, ‘দেওল’, ‘কাপুর’ কোনও পরিবারই বাদ যায়নি। এসেছিল 'ঠাকরে' পরিবারও। এসেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্র🐷ী একনাথ শিন্ডেও।