রবিবার ৩ মার্চ ছিল গানের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের ১৪ নম্বর সিজনের গ্র্যান্ড ফিনালে। তিন মাসের বেশি দীর্ঘ সফর শেষ হল অবশেষে। দেশবাসী পেল তাঁদের পরবর্তী সংগীত নক্ষত্র। টপ ৬ দিয়ে শুরু হয় ফাইনালের অনুষ্ঠান। যাতে নাম ছিল ফরিদাবাদের আদ্য মিশ্র, কলকাতার অনন্যা পাল ও শুভদীপ দাস চৌধুরী, বেঙ্গালুরুর অঞ্জনা ♋পদ্মনাভন, কানপুরের বৈভব গুপ্তা, রাজস্থানের পীযুশ পানওয়ার। তবে বাংলার শুভদীপ দাস চৌধুরীকে হারিয়ে ট্রফি জিতে নিলেন কানপুরের বৈভব।
চতুর্থ স্থানে আসেন বাংলার মেয়ে অনন্যা। দ্বিতীয় স্থানে পীযুশ পাওয়ার। এই সিজনে বিচারকের আসনে ছিলেন সংগীতের জগতের ৩ দিগ্গজ শ্রেয়া ঘোষাল, বিশাল দ🍎াদলানি ও কুমার শানু। ফাইনালের শুরুতেই শ্রেয়া ঘোষণা করলেন ৩ঘণ্টায় থাকবে ৩টি চ্যালেঞ্জ। আর এই ৩ চ্যালেঞ্জের শেষেই বেছে নেওয়া হবে এবারের বিজেতা।
আরও পড়ুন: ‘লিকপিকে কাঞ্চন’! বউ♒য়ের কোলে বর, গোল ঘুরলেন শ🏅্রীময়ী, তা দেখে কে জিভ কাটল?
প্রথম রাউন্ড ছিল হিট লিট চ্যালেঞ্জ। যেখানে বেঙ্গালুরুর মেয়ে অঞ্জনা পদ্মনাভন গান ‘ঝুম ঝুম ঝুম বাবা’। শুভদীপ দাস চৌধুরী গেয়েছিলেন ‘মিতওয়া’। আর অনন্যা পাল গান মণিকা ও মাই ডার্লিং। আদ্যা ও অনন্যা এই রাউন্🌞ডে ছিলেন সবার শেষে। তবে ভাগ্য খোলে অনন্যারই। বাদ যান আদ্যা।
আরও পড়ুন: ‘সাদা খাতায় আঁকিবুঁকি…’, তাঁর পেইন্টিংয়ের দাম লাখ, দিদিꦰ♓ নম্বর ১-এ কেমন কথা মমতার
এরপরের রাউন্ড ছিল ꦇপ্যয়রেলাল জি-র সঙ্গে সিম্ফোনি চ্যালেঞ্জ। এই রাউন্ডে ৫ ফাইনালিস্টই অসাধারণ পারফর্ম করেন। তবে বাদ যান অঞ্জনা। এবারে ট্রফি জেতার স্বপ্ন থেকে গেল অধরাই। এর আগে ইন্ডিয়ান আইডল জুনিয়র জিতেছিলেন বেঙ্গালুরুর এ𝔉ই মেয়ে।
আরও পড়ুন: আম্ব🥃ানিদের ডাকে একসঙ্গে প্লেনে চড়লেন শ্বেতা-ঐশ্বর্য, তবে উঠলেন না এক গাড়িতে
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের ১৩-র ফাইনালেও তীরে এসে তরী ডুবেছিল বাংলার। স্বপ্নভঙ্গ হয়েছিল তিন বাঙালি কন্যের। মেগা ফাইনালে পৌঁছেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয় দেবস্ম🧜িতা ♊রায়, সোনাক্ষী কর ও বিদীপ্তা চক্রবর্তীর।
এদিন লাল গাউনে এসেছিলেন শ্রেয়া। কানে ম্যাচিং ইয়াররিং। খোলা চুল। এমনিতেই রূপে মুগ্ধ করলেন। আর যখন গাইলেন ‘পরম সুন্দরী’, ‘ঘর মোরে পরদেশিয়া’-র মতো গান, তখন নেচে উঠল গোটা স্টেজ। সোনু নিগমের সঙ্গে ডুয়েটে শ্রেয়াকে গাইতে শোনা গেল পিয়া বোলে, তু বস দে দে মেরা সাথ-ও। শানু গাইলেন পগল মজনু দিওয়ানা, দেখা তেরে মস্ত নিগাহ নে-র মতো গান। সোনু-র গলায় শুনতে পাওয়া গেল ম্যায় হু না, ইস প্যায়র কো মে কেয়া নাম দু, হিরো য্যায়সা নাচ কে দিখাও, মর জায়ু ইয়া জি লু জ🎶ারা।