কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে এর মধ্যে টিআরপি তালিকায় তো ভালো ভাবে জায়গা🐎 করেই নিয়েছে। একই সঙ্গে দর্শকদের আলোচনায় উঠে এসেছে। এখানে যেভাবে একজন মেয়ের এগিয়ে চলা, সমাজের চেনা ছক ভাঙতে দেখানো হচ্ছে, পাশাপাশি বহু পরিচিত একটি কথা যে মেয়েরা মেয়েদের শত্রু হয় সেটাকেও ভাঙতে 🌳দেখা যাচ্ছে। মেয়েদের মধ্যেও যে বয়স নির্বিশেষে দারুণ বন্ধুত্ব হতে পারে সেটার বার্তা দেওয়া হচ্ছে। তারপরেও ফের কড়া সমালোচনার মুখে। আবার কী হল এই ধারাবাহিকে?
কড়া সমালোচনার মুখে কার কাছে কই মনের কথা
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের শুরুর দিকে এই ধারাবাহিকটি একাধিকবার ট্রোলের মুখে পড়েছিল একাধিক কারণে। আবারও এতদিন পর কটাক্ষের শিকার জি বাংলার এই মেগা। এখানে সম্প্রতি একটি পর্বে দেখানো হয় পরাগকে খুন করার চেষ্টার অপরাধে সন্দেহ করে শিমুলকে ꧂জেলে নিয়ে যাওয়া হয়েছে। আর সেখানে গিয়ে অন্যান্য কয়েদিদের সঙ্গে সে জেলে বসেই নাচছে। গাইছে। কোনও অনুতাপ কষ্ট কিছুই নেই। আর সেই ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: 'কোনও ছবির কাস্টিং...', সলমন খ🍒ানের নাম করে প্রতা💯রণার টোপ! ভক্তদের সচেতন করে কী লিখলেন ভাইজান?
কে কী বলছেন?
এদিন এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বাংলা সিরিয়াল ছাড়া এসব নমুনার দে✅খা কোথাও মিলবেনা!' তাতে অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'টক্সিক সিরিয়াল একটা। সব থেকে খারাপ শিমুলের চরিত্রটাই।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এসব রগড় বাংলা সিরিয়াল ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। না আছে মাথা, না আছে মুণ্ডু।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দিনদিন মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে! আর কত সইব!' 'গাঁজা খেয়ে গল্প লিখলে গল্পের গরু গাছে উঠবেই!' মন্তব্য 🐻আরেকজনের। বর্তমানে এই ভিডিয়ো ৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে কয়েক হাজার বার।
কার কাছে কই মনের কথা প্রসঙ্গে
এই♋ ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যায়। এখানে শিমুলের চরিত্রে আছেন মানালি মনীষা দে। তাঁর এই চরিত্রের সঙ্গে তাঁর বন্ধুদের সম্পর্ক নিয়েই ধারাবাহিক, সেখানে এক সঙ্গে সমাজের নানা দিক উঠে এসেছে।