পরাগকে খুন করার চেষ্টা করেছে এই অপরাধে তাকে জেলে পাঠিয়েছে শিমুলের শ্বশুর বাড়ির সবাই। এমনকি তার শাশুড়ি পর্যন্ত তার বিরুদ্ধে চলে গিয়েছে। কিছু না জেনে বুঝেই পরাগ সমর্থন করতে থাকে তার ভাই এবং ভাইয়ের বউকে। বর্তমানে কোর্টে বিচারাধীন বিষয়টা। সেখান🌳েই দেখা যাচ্ছে শতদ্রুর ঠিক করা উকিল এবং তারা বন্ধুরা মিলে শিমুলকে এই মিথ্যে অপরাধের দায় থেকে মুক্ত করতে চেষ্টা করছে। এরই মাঝে এল এই ধারাবাহিকের চমকপ্রদ প্রোমো।
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রোমো
এই নতুন ভিডিয়োতে দেখা যাচ্ছে শিমুল নিজেকে নিরপরাধ প্রমাণ করে জেল থেকে ꩲছাড়া পেয়েছে। আর সে জেল থেকে ছাড়া পেয়েই তার শ্বশুর বাড়িতেই ফিরেছে। বউকে দেখে যারপরনাই খুশি তার শাশুড়িও। হবে নাই 💖বা কেন, এতদিন যে শিমুল তাদের জন্য কম কিছু করেনি। অন্যদিকে তার মেয়ে পুতুলও যে শিমুলের জন্য অপেক্ষা করে অসুস্থ হয়ে পড়েছে। তাই বউমা আসতেই তাকে বরণ করে তুলতে যায় মধুবালা দেবী। বলেন তিনি জানতেন সত্যের জয় হবেই।
আরও পড়ুন: '❀দিল সে'র শুটিংয়ে প্রীতি জিন্টাকে জোর করে মুখ ধুইয়েছিলেন মণিরত্নম! কিন্তু কেন?
আরও পড়ুন: 'সংসদে শেষ দিন...', রাজনীতিকে বি💞দায়? এবারের লোকসভা নির্বাচনꦛে লড়ছেন না নুসরত?
কিন্তু এবার আর শাশুড়ির মিঠে কথায় মোটেই মন গলে না শিমুলের। সে সাফ জানিয়ে দেয় সে এবার এসেছে এখান থেকে চলে যাবে বলে। তখন পরাগ এসে তাকে অনুরোধ করে যদি তারা তাদের স𝕴ম্পর্কটা আরেকবার নতুন করে শুরু করতে পারে। স্বামীর মুখে এই কথা শুনে হাত থেকে ব্যাগ পরে যায় শিমুলের। কেঁদে ফেলে সে।
এখন দেখার পাল এটাই যে সে পরাগের কাছে থেকে যায💞় নাকি শতদ্রুর কাছে যায়। কারণ সদ্যই কার কাছে কই মনের কথা ধারাবাহিকের একটি পর্বে দেখানো হয়েছে যে শিমুল শতদ্রুকে জানিয়েছে যে সে তাকে ভালোবাসে। এখন গল্পের মোড় কোন দিকে ঘোরে সেটাই দেখার।
আরও পড়ুন: বাস্তবের ভালোবা⭕সা এবার গল্পের মোড়কে! প্রকাশ্যে করণের লাভ স্টোরিয়ার ট্রেলার
কে কী বলছেন?
এক ব্যক্তি এই পোস্টে লেখেন, 'এই মেয়েটা মহা পাল্টিবাজ। ক্রিমিনাল বর ফাঁসাল, প্রেমিক বাঁচাল। এখন সেই প্রেমিককে ভ👍ুলে আবার বরের সঙ্গে পিরিত করতে যাচ্ছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'এবার যদি শিমুল ভালো মানুষ সেজে ওই বাড়িতে থেকে যায় তাহলে আর এই সিরিয়াল দেখব না।' তৃতীয় ব্যক্তি ꦚলেখেন, ‘বরটাকে ধাক্কা মেরে বেরিয়ে যাওয়া উচিত আর শতুদ্রকে বিয়ে করা উচিত। কিন্তু মেয়েটা আর শাশুড়ি দুজনেই পাল্টিবাজ।’