শীঘ্রই মুক্তি পেতে চলেছে আর্টিকেল ৩৭০। তার আগে প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। এখানে ইন্টিলিজেন্স অফিসা♉র হিসেবে ধরা দিলেন ইয়ামি গৌতম। ছবিতে উঠে আসবে আর্টিকেল ৩৭০ কে কেন্দ্র করে চলা নানা সামাজিক এবং রাজনৈতিক টানাপোড়েনের গল্প।
আরও পড়ুন: 'সংসদে শেষ দিন...', রাজনীতিকে বিদায়? এবারেꦿর লোকসভা নির্বাচনে লড়ছেন না নুসরত?
আর্টিকেল ৩৭০ ছবির ট্রেলার
ইয়ামি গৌতম অভিনীত এই ছবিটির ট্রেলার বৃহস্পতি🍃বার, ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। ♐এটি ২ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিয়ো। এই ট্রেলার থেকেই স্পষ্ট যে এই ছবিটি আদতে একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি। ট্রেলারটি শেয়ার করে লেখা হয়েছে 'গোটা কাশ্মীর ভারতের অংশ আর সেটাই থাকবে।'
আরও পড়ুন: বাস্তবের ভালোবাসা এবার গল্পের মোড়কে! প্রকাশ্যে ⛄করণের লাভ স্টোরিয়ার ট্রেলার
ট্রেলারের শুরুতে ইয়ামিকে বলতে শোনা যায়, 'কাশ্মীর একটি লস্ট কেস। যতক্ষণ এই স্পেশ্যাল স্ট্যাটাস আছে ওর গায়ে ততক্ষণ ওখানে কিছুই করা যাবে না। আর ওরা আমাদের আর্টিকেল ৩৭০ কে সরাতে দেবে না।' এরপর দেখা যায় এই আর্টিকেল ৩৭০ কে সরানোর জন্য কী কী ঘটে। কী কী করে ভারত সরকার এবং তাঁর ইন্টিলিজেন্স বিভাগ। অন্যদিকে কী প্🅘রতিক্রিয়া হয় সন্ত্রাসবাদীদের সেটাও তুলে ধরা হয়। ভরপুর অ্যাকশন, রাজনৈতিক টানাপোড়েন, টানটান উত্তেজনায় ভরা এই ছবির ট্রেলার।
আর্টিকেল ৩৭০-এ অরুণ গোভিল হয়েছেন নরেন্দ্র মোদী
এই ছবিতে রামায়ণ খ্যাত অভিনেতাꦓ অরুণ গোভিলকে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রে। একই রকম সাদা চুল, দাড়ি, রিমলেস চশমার লুকে ধরা দিয়েছেন তিনি। ট্রেলারে উঠে এসেছে তাঁরই এক ঝলক।
আর্টিকেল ৩৭০ এর প্রসঙ্গে
আর্টিকেল ৩৭০ ছবিটি আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে ইয়ামি গৌতম, প্রিয় মণিকে। জ্যোতি দেশপান্ডে, আদিত্য ধর, লোকেশ ধর এই ছবিটির প্রযোজনা করেছেন। আদিত্য সুহাস জাম্ভোলে পরিচালনা করেছেন এই꧃ ছবির। উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির নির্মাতারাই এই ছবিটি তৈরি করেছেন। সেই ছবির জন্য আদিত্য ধর জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছিলেন সেরা পরিচালক হিসেবে।