জগত জোড়া খ্যাতি তাঁর! নাম-যশ সব সঙ্গে রয়েছে। বর্তমানে ভারতীয় সঙ্গীত জগতের সবচেয়ে উজ্বল নক্ষত্র তিনি। তবুও মা সঙ্গে না থাকার আক্ষেপ আজও মন থেকে মুছে ফেলেননি অরিজিৎ সিং। মায়ের জন্য মন ঢুঁকরে কেঁদে ওঠে গায়কের। ২০২১ সালে মে মাসে মা, অদিতি সিংকে হারান অরিজিৎ। আরও পড়ুন-'মা-ই ছিলেন গায়কের প্রথম শিক্ষাগুরু', প্রকাশ্যে মায়ের সঙ্গে অ🥀রিজিতের ফেলে আসা কিছু মুহূর্ত…
করোনা আক্রান্ত হয়ে ঢাকুরিয়া আমরিতে ভর্তি ছিলেন গায়কের মা। একমো সা𒉰পোর্টে ছিলেন, পরে সেরিব্রাল স্ট্রোক হলে শেষরক্ষা হয়নি। মা-কে নিয়ে মনের গোপন যন্ত্রণার কথা সম্প্রতি নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে তুলে ধরেন অরিজিৎ। সেখানে গায়ক লেখেন, ‘আমি খারাপ ছেলে , সব সময় থাকব।’ যা দেখে রীতিমতো চিন্তিত হয়ে পড়েন অনুরাগীরা।
অরিজিতের ব্যক্তিগত এ🌌ক্স হ্যান্ডেলটি প্রাইভেট করা রয়েছে। আরজি কর কাণ্♚ডের মাঝে একথা কারুর অজানা নয়, ভেরিফায়েড প্রোফাইল বাদে অরিজিতের এক্স হ্যান্ডেলে আরও একটি প্রোফাইল রয়েছে। যার নাম ‘আত্মজআরজলজ- WHOAMI’।
সেখানেই অরিজিৎ লেখেন, ‘আমি সব সময় খারাপ ছেলে ছিলাম। সব সময় থাকবও। আমার জন্য মা কখনও সুখ পায়নি। এটাই আমি, এটাই সত্যি। আমি মাকে ভালবাসতাম এটাও সত্যি। কিন্তু আমার ভুল থেকে আর কোনও শিক্ষা নিতে পারব না কারণ আমার মা আর পৃথিবীতে নেই। আমি চাই না কারও সমবেদনা চাই না। আমি খুব খারাপ ছেলে।’ মায়ের চোখের মণি ছিলেন সোমু (অরিজিৎ-এর ডাকনাম)। একমাত্র ছেলের প্রেমসম্পর্ক বাদে সেভাবে কোনও বিষয়েই আপত্তি জানাননি অতিদি দেবী, এমনটাই শোনা যায়।ꦰ এমনকী অরিজিৎ-এর গানের প্রথম শিক্ষাগুরুও ছিলেন তিনি।
মুম্বইয়তে গিয়ে নিজের স্বপ্নপূরণের পথে হাঁ✤টতেও মায়ের সাপোর্ট সর্বদা সঙ্গে ছিল অরিজিতের। অরিজিৎ-এর মা একদিন স্বপ্ন দেখেছিলেন ছেলে নামী গায়ক হবে। অদিতি দেবীর সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবুও মা-কে নিয়ে বেশকিছু আক্ষেপ রয়েই গেছে অরিজিৎ-এর।
গত বছর কলকাতা কনসার্টেও মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন গায়ক। অরিজিৎ বলেছিলেন, ‘আমি কলকাতায় এই প্রথম প্রোগাম করছি, মা নেই! এর আগে যখন প্রোগাম করেছিলাম মা ছিল। মায়ের অসুস্থতার সময় আমাকে না অনেকে সাহায্য করেছেন… থ্যাঙ্ক ইউ, ছোট থেকে বড়…অনেকে সাহায্য করেছেন। আ✅মি সবার সঙ্গে দেখা করতে পারিনি। আমরা বাঁচাতে পারিনি মানুষটাকে….যে যার সময়মতো সবাই চলে যায়। ধন্যবাদ, সেই সময় যাঁরা কলকাতাতে আমার পাশে এসে দাঁড়িয়ে ছিলেন’।