চলতি মাসের শুরুর দিকে ঘটনা। গত ৪ মে ইনস্টাগ্রামে কান্নাকাটি করে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ইরফান খানের ছেলে বাবিল। যেখানে তাঁকে কয়েকজন অভিনেতার নাম উল্লেখ করতে শোনা যায় এবং ইন্ডাস্ট্রি সম্পর্কেও তিনি বেশকিছু কথা বলেন। যদিও এই নামগুলি নিয়ে তিনি তাঁদের উদ্দেশ্যে ঠিক কী বলেছিলেন, তা স্পষ্ট ছিল না। পরে বাবিল সেই ভিডিওটি ডিলিট করে দেন। পরে যে তারকাদের নাম তিনি নিয়েছিলেন তাঁদের অনেককেই বাবিলকে সমর্থন করতে দেখা যায়। আর এবার এই বিষয়ে মুখ খুলেছেন করণ জোহর। তিনি জানান যে ভিডিওটি দেখার পরে তাঁর খুবই খারাপ লেগেছিল।
ঠিক কী বলেছেন করণ জোহর?
গালাটা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জানান, অভিভাবক হিসেবে তাঁর খুব খারাপ লাগছে। তিনি বলেন, 'বাবিলকে আবেগপ্রবণ দেখে একজন অভিভাবকের যেমন খারাপ লাগে, আমারও তেমনই খারাপ লেগেছিল। বুঝতে পেরেছি কারণ আমারও সন্তান আছে।
ভিডিওতে বাবিলের মুখে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, শানায়া কাপুর, অরিজিৎ সিং, অর্জুন কাপুর, আদর্শ গৌরবের নাম শোনা গিয়েছিল। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাবিলের পরিবারের সদস্যরা একটি বিবৃতি দিয়ে পুরো বিষয়টি স্পষ্ট করে জানান, সেখানে তারা বাবিলের প্রশংসা করছেন।
আরও পড়ুন-রেইড ২-র বক্স অফিসে ১৫ দিন: অজয় ঝড় কি এখনও চলছে, নাকি ঝিমিয়ে পড়েছে? লক্ষ্মীলাভ কত হল?
পরিবারের তরফে বিবৃতি
ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার ও তাঁদের পরিবারের তরফে পরিবারের তরফে বিবৃতিতে বলা হয়, ‘বাবিল অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিং-এ নাম নিয়েছিলেন। তবে সেটা তাঁরা হেনস্থা করেছেন বলে নয় বরং তাঁরা পাশে থেকেছেন এটাই বলার চেষ্টা করেছেন বাবিল।’