চলতি বছরে লাভের অঙ্ক এখন এক কোটিরও কম। রেভিনিউ কমে ওগিয়েছে অর্ধেক। তাই, সম🦹্ভবত এক প্রকার বাধ্য হয়েই, নিজের ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ বেচে দিয়েছেন করণ জোহর। ব্যবসায়ী আদর পুনাওয়ালা করণ জোহরের ধর্মা প্রোডাকশনে ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন, ১০০০ কোটি টাকায়। এই খবর, সামনে আসার পর থেকেই, সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
হঠাৎ শেয়ার বিক্রির সিদ্ধান্ত কেন
করণ জোহর এবং আদর পুনাওয়ালার মধ্যে হওয়া এই চুক্তিটি আসলে কোম্পানির মধ্যে গুরুতর সমস্যাগুলিকে হাইলাইট করেছে, যা প্রথমে একেবা♈রেই স্পষ্ট ছিল না। সম্প্রতি প্রকাশিত আর্থিক বিবরণ দেখায় যে পরিস্থি♛তি আসলে ঠিক কতটা গুরুতর।
ধর্মা প্রোডাকশন, বলিউড🔴 ইন্ডাস্ট্রির বহুল জনপ্রিয় একটা নাম। এমনিতেই ২০১০ এর দশক জুড়ে, করণ জোহরের নেতৃত্বে কোম্পানিটি উন্নতির সীমা ছাড়িয়ে যায়। ধর্মা ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি , টু স্টেটস, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, ডিয়ার জিন্দেগি, রাজি, এবং সিম্বা এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছে। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের কাছে তাঁদের বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০১৯ সাল নাগাদ, ধর্মা বছরে ৭০০ কোটির বেশি আয় করেছে এবং এর মধ্যে প্রায় ২৭ কোটি লাভও করেছে।
তারপরে করোনা মহামারী আঘাত হানে, বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় সিনেমা জগৎ। অন্যান্য পꦓ্রযোজনা সংস্থার মতো ধর্মা প্রোডাকশনের রেভিনিউ ৮৩ শতাংশ এবং লাভ ৭৫ শতাংশ কমে যায়। যাইহোক, কোভিড-১৯ মহামারীর পরে এই প্রোডাকশন হাউসের কামব্যাক বক্স অফিস কাঁপিয়ে গিয়েছে। জুগ যুগ জিয়ো, ব্রহ্মাস্ত্র, এবং সূর্যবংশী এর মতো সফল ছবির মাধ্যমে, কোম্পানিটি ২০২২-২৩ আর্থিক বছরে ১০০০ কোটির বেশি আয় করেছে। ফ্যাবুলাস লাইভস এবং কফি উইথ করণ-এর মতো জনপ্রিয় শো চালিয়েও ভালোই লাভ করেছে।
কিন্তু এখন এই প্রোডাকশন হাউসের সময় ভালো যাচ্ছে না। ২০২৩-২৪ আর্থিক বছর, ধর্মা প্রোডাকশনের জন্য একটি কঠিন সময়। আয় ৫০ শতাংশ কমে ৫০০ কোটির আশেপাশে রয়েছে। মুনাফা আরও বেশি কমে গিয়েছে। টপলার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ধর্মಌা ২০২৩-২৪ সালে মাত্র ৫৯ লাখের সামান্য মুনাফা করেছে। আর এই ডেটাই প্রশ্ন তুলছে, যে এই কারণেই কি কোম্পানিটির আদর পুনাওয়ালার কাছ থেকে ১০০০ কোটি টাকার প্রয়োজন পড়ল? নাহলে, পারিবারিক মালিকানাধীন ব্যবসার শেয়ার কেন অন্যের হাতে দিতে যাবে ধর্মা?
গোপন সূত্রে জানা গিয়েছে, ২০২৩-২৪ সালে অনেক ভুল পদক্ষেপ করেছে ধর্মা। সেলফি এবং যোধার মতো সিনেমাগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এমনকি কফি উইথ করণও আগের মত দর্শক পায়নি। আয় অনেক কমে গিয়েছে। এই মর্মান্তিক পরিস্থিতির সঙ্গে পরিচিত ব্যক্তিদের তাই দাবি যে করণ জোহর তখনই বুঝে গিয়েছিলেন যে কোম্পানির অংশ বিক্রি করা ছাড়া তাঁর আর কোনও উপায় নেই, যদিও তিনি নিজের বাবার ব্যবসার নিয়ন্ত্রণ হারাতে চাননি। তাই অরও্ধেক বেচে দিয়েছেন।
১,০০০ কোটি টাকা দিয়ে কিনে নেওয়ার পর, আদর পুনাওয়ালার নতুনꦑ প্রযোজনা সংস্থা, সেরিন পিকচার্স ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশের অংশীদার। এটি সাময়িকভাবে করণ জোহরকে আর্থিক উদ্বেগ থেকে মুক্তি দিয়েছেন। এইভাবেই কোম্পানিকে আবার আগের জায়গায় ফেরাবেন বলে আশা রেখেছেন। ট্রেড বিশ্লেষকদেরও একই দাবি। তাঁরা বিশ্বাস করেন যে করণ ও আদরের এই চুক্তি ধর্মাকে সাফল্যের দিকে এগিয়ে 💧দেবে।