একসময় একে অপরকে চোখে হারাতেন। বলিপাড়ায় তখন শাহিদ-করিনার প্রেম ছিল অন্যতম চর্চার বিষয়। সাতপাকে বাঁধা পড়ারও কথা ছিল তাঁদের। তবে বিভিন্ন কারণে ভেঙে যায় শাহিদ-করিনার সেই আলো💛চিত প্রেম। তবে সেসবই এখন অতীত, বহু পুরনো কথা। বর্তমানে শাহিদ ও করিনা দুজনেই যে যার ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি। তবু এখনও অনুরাগীদের মনে বারবার ফিরে ফিরে আসে তাঁদের পুরনো সেই প্রেমের কথা।
বিচ্ছেদের আগে জুটি হিসাবে শাহিদ ও করিনার শেষ ছবি 'জব উই মেট'। শোনা যায়, এই ছবির শ্যুটিং চলাকালীনই নাকি সম্পর্ক ভেঙে যায় এই জুটির। তবে প্রেম ভাঙলেও সেই ছবি ছিল ব্লকবাস্টার। এখনও সে ছবি দর্শকদের মন ছুঁয়ে আছে। মাঝে মধ্যেই তাই আদিত্য (শাহিদ)-গীত (করিনা)র নানান দৃশ্য, গান চর্চার বিষয় হয়ে যায়। বিচ্ছেদের বহু বছর পর ১৯ ডিসেম্বর হঠাৎ, নিজেদের অজান্তেই ‘জব উই মেট’-এর স্মৃতি ফেরালেন পুরনো এই জুটি। কিন্𝔍তু কীভাবে?
ঘটনাচক্র শাহিদ-মীরার দুই ছেলেমেয়ে এর করিনার দুই সন্তান একই স্কুলে পড়ে। ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার ছেলেমেয়েদের স্কুলের অনুষ্ঠানে যে যার বর্তমান জীবনসঙ্গীকে নিয়ে উপস্থিত শাহিদ-করিনা। সেখানেই করিনা তাঁর একপাশে স্বামী সইফ ও অপরপাশে বন্ধু করণ জোহরকে নিয়ে বসেছিলেন। তাঁর ঠিক পিছনের সারিতেই কোনাকুনিভাবে বসেছিলেন শাহিদ, তাঁর পাশে ছিলেন স্ত্রী মীরা। নিমেষে লেন্সবন্দি হয় তাঁদের ছবি। আর সেই ছবিগুলিই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই আরও একবার 'জব উই মেট'-এর স্মৃতিতে ভেসেছেন অনুরাগীরা। শাহি🐻দ-করিনাকে এত কাছাকাছি দেখে তাঁরা যেন নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছেন না।
এমন দৃশ্য দেখে নেটদুনিয়ায় তাই কমেন্টের🐷 বন্যা বয়ে গিয়েছে। এক নেটিজেন আবেগতাড়িত হয়ে লিখেছেন 'আবার জব উই মেট'। আরও একজনের মন্তব্য, 'অন্য এক মহাবিশ্বে আমরা আরও একবার জব উই মেট দেখছি'। কারোর মন্তব্য, 'সইফ-করিনার ঠিক পিছনেই শাহিদ-মীরা, ওয়াও আমারা আরও একবার আমাদের হৃদয়ের সেই জব উই মেটকে ফিরে পেলাম।' কেউ আবার আবেগে ভেসে লিখেছে 'আরও একবার গীত-আদিত্য একসঙ্গে'🔯। কারোর দাবি, ‘আম্বানিরা এটাও করে দেখালো, ওয়াও আমার হৃদয়ের সেই জব উই মেট’।