১০ বছরের এক শিখ শিশু খুনের ঘটনায় গ্রেফতার এক মুসলিম কিশোর! আর তাতেই সাম্প্রদায়িক আগুনে উত্তাল বাকিংহামশায়ার। এদিকে♊ ঘটনার তদন্তভার পান প্রবাসী জসমিত ভামরার ওরফে করিনা কাপুর খান। যিনি কিনা একজন গোয়েন্দা, আবার ব্যক্তিগত জীবনে তিনিও একজন মা। এমনই এক গল্প নিয়ে মুক্তি পেয়েছে 'দ্য বাকিংহাম মার্ডার্স'-এর ট্রেলারে।
৩ সেপ্টেম🍬্বর, বুধবার মুক্তি পেয়েছে হনসল মেহতা পরিচালিত সাসপেন্স থ্রিলারটির ট্রেলার। এর আগে গত ২০ অগস্ট মুক্তি পাওয়া ছবি টিজারে ছবির🧜 গল্প সম্পর্কে কিছুটা আভাস মিলেছিল।
ঠিক কী বলেছে ট্রেলারে?
ট্রেলারে দেখা যাচ্ছে, গোয়ান্দা জসমিত ভামরা একের পর এক সন্দেহভাজন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তাঁকে প্রশ্ন করতে দেখা যায়, ১৪ নভেম্ব🍬র সন্ধ্যায় কোথায় ছিলেন? এদিকে ঘটনায় সন্দেহভাজন এক মুসলিম কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়ার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হয়। এই উত্তেজনার মাঝেই করিনার জসমিত ভামরা যিনি কিনা একজন গোয়েন্দা এবং একজন মা, ঘটনাস্থলে পৌঁছোন। বোঝার চেষ্টা করেন, সেদিন সন্ধ্যেয় সেখানে ঠিক কী ঘটেছিল? তদন্তের জন্য তাঁর কাছে সেখানকার সকলেই এখন সন্দেহভাজন। তদন্তের কারণে সেখানে সম্প্রীতি বিঘ্নিত হওয়ার কারণেও এক পক্ষ গোয়ান্দা জসমিতকে দোষারোপ করতে থাকে। করিনা কি পারবেন সত্যের কাছে পৌঁছাতে?
দ্য বাকিংহাম মার্ডারস ছবিতে করিনা ছাড়াও অভিনয় করেছেন অ্যাশ ট্যান্ডন, রণবীর ব্রার এবং কিথ অ্যালেন। গল্প 𒁃লিখেছেন অসীম অরোরা, কাশ্যপ কাপুর এবং রাঘব রাজ কক্কর। শোভা কাপুর ও একতা কাপুরের বালাজি টেলিফিল্মস এবং টিবিএম ফিল্মসের পাশাপাশি এই ছবির হাত ধরে প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করছেন করিনা।
করিনা বেশকিছু সাক্ষাৎকারে বলেন, তিনি অভিনয়ের জন্য বহুদিন কোনও ভালো চরিত্র পাচ্ছিলেন, আর ঠিক তখনই তিনি এই ছবিতে সই করেন। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে কারিনা বলে যে ছবিতে তাঁর চরিত্রটি মেরে অফ ইস্টটাউনে কেট উইন্সলেটের চরিত্র থেকে অনুপ্রাণিত। করিনার কথায়, ‘মেরে অফ ইস্টটাউন আমার পছন্দের। আর তাই যখন হনসল আমার কাছে এসেছিলেন, তখন আমি বলেছিলাম, এটাই হয়ত সেই চরিত্র যা আমি সত্যিই করতে চেয়েছি। সুতরাং আমরা চরিত্রটা ওই চরিত্♐রের ছাঁচে ফেলা হয়েছে খানিকটা।’ ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'দ্য বাকিংহাম মার্ডার্স'-।