নাম তাঁর কার্তিক আরিয়ান, এই নামের সঙ্গে নতুন করে নিশ্চয় আলাপ করানোর নেই? সম্প্রতি, ‘ভুল ভুলাইয়া- থ্রি’র দৌলতে বেশ চর্চাতেই রয়েছেন কার্তিক। মুক্তির পর ইতিমধ্যেই ১০০কোটি টাকার ব্যবসা করে ফেলেছে কার্তিকের এই ছব🏅ি। সিনেমা নিয়েই সম্প্রতি নানান সাক্ষাৎকারের মুখোমুখি হতে হচ্ছে কার্তিককে। তেমনই এক সাক্ষাৎকারে নিজেকে নিয়ে বড় কথা প্রকাশ্যে আনলেন অভিনেতা। ঠিক কী বলেছেন কার্তিক?
কার্তিকের কথায়, ‘আমি মদ ছুঁয়েও দেখি নি কখনও। কারণ, মায়ের নিষেধ রয়েছে। আর এটা নিয়ে আমার কোনও আগ্রহও নেই। কখনও খাওয়ার ইচ্ছেও হয়নি।' তবে মদ্যপান না করলেও নিজের একটা নেশার বিষয়ে অকপটে জানান কার্তিক। তাঁর কথায়, ‘তবে আমার একটা নেশা আছে। সেটা হল গাড়ি আর বাইকের। তবে তাতেও মায়ের কড়া💮 নিষেধাজ্ঞা রয়েছে। দামি গাড়ির প্রতি আমার বিশেষ ঝোঁক রয়েছে।’ কার্তিক বলেন, রয়্যাল এনফিল্ড থে🗹কে স্পোর্টস বাইক ডুকাটি স্ক্রাম্বলারও রয়েছে তাঁর। তাঁর কথায়, ‘আমার দামি দামি বাইক আছে, তবে মায়ের বারণ বলে চালাই না। ওগুলো পড়েই রয়েছে।’
একটা সময় ছিল, তিন হাত ঘোরা গাড়ি ৪৫ হাজার টাকা দিয়ে কিনেছিলেন কার্তিক আরিয়ান। তবে সেই গাড়ির দরজাই নাকি খুলতে চাইত না। তবে অভিনেতার কথায়, ‘রেড কার্পেটে যাওয়ার সময় অটো ধরতে হত, অস্বস্তিতে পড়তে হত, তাই যাতে অটো না ধরতে হয়, তাই গাড়ি কিনেছিলাম।’ এখন অবশ্য꧟ বহুমূল্য, বিলাসবহুল গাড়ি রয়েছে কার্তিক আরিয়ান꧒ের। ম্যাকলারেন জিটি থেকে ল্যাম্বরগিনি সবই রয়েছে তাঁর।
এদিকে বক্স অফিস রিপোর্ট বলছে, কার্তিক আরিয়ান ও তৃপ্তি দিমরির 'ভুল ভুলাইয়া ৩' বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে। প্রথম দিনেই সিনেমাটি আয় করে ৩৫ কোটি টাকা।🧸 যেটি কিনা কার্তিকের প্রথম দিনে আয়কারি সিনেমাগুলির সবথেকে ⛦উপরে রয়েছে। প্রসঙ্গত, প্রথম সপ্তাহান্তেই কার্তিক আরিয়ানের আরও একটি সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’। প্রথম তিন দিনেই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৫৫.৯৬ কোটি টাকা আয় করে।
গত বছর মুক্তি পেয়েছিল কার🍎্তিক আরিয়ানের 'সত্যপ্রেম কি কথা'। যদিও বেকিছু কারণে ছবিটি বিতর্কে জড়িয়ে পড়ে, তবে বক্স অফিসেও বেশ ভালোই ব্যবসা করেছিল ছবিটি। উদ্বোধনী সপ্তাহান্তে ছবির আয় ছিল ৩৭.৩৫ কোটি টাকা। এভাবেই বক্স অফিসে বেশকিছু ছবি করার পরই কার্তিক আরিয়ানের ভাগ্যের চাকা অন্যদিকে মোড় নেয়।