এক রূপকথার অবসান হল হলিউডে। দু'♑বছর স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে রবিবার ১২-ই জুলাই মৃত্যুর কাছে হার মানলেন হাওয়াইয়ান সুন্দরী তথা হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন। কেলির স্বামী সুপার স্টার জন ট্রাভল্টা✤ নিজেই তাঁর স্ত্রীর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
জন ট্রাভল্টা এবং কেলি প্রেসটনকে একসঙ্গে শেষবারের মতো স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল ‘গত্তি’ (GOTTI) ছবিতে, ২০১৮ সালে। তারপর থেকেই অসুস্থতার কারণে কেলি বিদায় নিয়েছিলেন ফিল্ম জগত থেকে। আশা ছিল সুস্থ হয়েই আবার কাজে ফিরবেন, সেই ফেরা আর𓆉 হল না। টেলিভিশন এবং সিনেমা, দুই ক্ষেত্রেই সমান জনপ্রিয় ছিলেন কেলি। ২০০০ সালে মুক্তি পায় জন ও কেলি অভিনিত ছবি ‘ব্যাটেলফিল্ড আর্থ ’ যা বিশেষভাবে চর্চিত ছবি হিসেবে স্থান পায় হলিউডে। ম্যরুন ৫-এর সুপার হিট মিউজিক ভিডিও ‘শি উইল বি লাভড’ কেলি কাজ করেছিলেন।
হাওয়াই-এর হনললু-তে𓂃 ১৩-ই অক্টোবর ১৯৬২ সালে জন্ম হয় কেলি প্রেসটনের। প্রথম জীবনে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে, ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছন তিনি। ১৯৮৮ সালে ‘দ্য এক্স👍প্রেস’ ছবির শুটিং চলা কালীন ঘনিষ্ঠতা হয় কেলি ও জনের। প্রায় তিন বছর সম্পর্কে থাকার পর ১৯৯১ সালে প্যারিসে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরই জন্ম হয় তাঁদের প্রথম পুত্র সন্তান জেট-এর। পরে তাঁদের আরও এক পুত্র সন্তান বেনজামিন (২০১০) এবং কন্যা সন্তান এলা ব্লঁ (২০০০) এর জন্ম হয়। কিন্তু মাত্র ১৬ বছর বয়সে তাঁদের প্রথম পুত্র জেটের মৃত্যু হয় বাহামায়।
জন ট্রাভল্টা তাঁর পোস্টে জানান, তাঁর সুন্দরী স্ত্রী কেলির প্রয়াণে তিনি ও তাঁর পরিবার গভীরভাবে শোকাহত। কেলি খুবই সাহসের সঙ্গে লড়াই করেছিলেন ক্যানসারের বিরুদ্ধে। হসপিটাল, ডাক্তার, নার্স সহ অজস্র বন্ধু এবং ভক্তদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন জন, এই যুদ্ধে তাঁদের পাশে থাকার জন্য। আপাতত তিনি এখন সম্পূর্ণ ๊সময় দিতে চান তাঁর স🥀দ্য মা হারা সন্তানদের। কেলির ভালবাসা ও প্রেম সারা জীবন তাঁর স্মরনে অমর থাকবে।