স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে খেল খেল মে। একই সঙ্গে সেদিন মুক্তি পেয়েছিল বেদা এবং স্ত্রী ২। কিন্তু স্ত্রী ২ ছবিটির দাপটে বাকি দুটো ছবি সেই অর্থে হালে 🅰পানি পায়নি বললেই চলে। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবি যখন প্রায় সাড়ে চারশ কোটি ছুঁয়ে ফেলেছে তখন অক্ষয়ের খেল খেল মে ত্রিশ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে। এমন অবস্থায় ছবির বক্স অফিস কালেকশন এবং পারফরমেন্স নিয়ে কী বললেন খেল খেল মে ছবির𒈔 পরিচালক?
আরও পড়ুন: '১০ 🅘লাখের লটারি', ভাইঝি হওয়ার খবর পেতেই দাবি লাফটারসেনের! মজার ছলে সমাজকে আয়না দেখালেন নিরঞ্জন
আরও পড়ুন: সিটি অব জয় 👍এখন ভয়ে🐬র শহর! আরজি কর কাণ্ডের পর কলকাতাকে নিয়ে কী বললেন শ্রুতি?
খেল খেল মে ছবিটির খারাপ পারফরমেন্স নিয়ে কী বললেন পরিচালক?
মুদাসর আজিজ এই বিষয়ে জানিয়েছেন, 'আমার বক্তব্য অবশ্যই এটা যে আমার একটা ইমোশনা🏅ল যোগাযোগ আছে খেল খেল মের সঙ্গে। তবে আমি গোটা বিষয়টাকে একটু ইতিবাচক দিক দিয়েই দেখব। পুষ্পা বা কান্তারা যখন মুক্তি পেয়েছিল ছবিগুলো কিন্তু বক্স অফিসে বেশ অনেক দিন ধরেই ব্যবসা করেছিল।' তিনি এদিন আরও জানান এমন অনেক ছবি আছে যেগুলো OTT তে মুক্তি পাওয়ার পরও বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল, যেমন লাপাতা লেডিজ। তবে একই সঙ্গে সিনেমার ব্যবসার ক্ষেত্রে যে একটা বদল আসছে স꧅েটাও স্বীকার করে নিয়েছেন তিনি।
মুদাসর খেল খেল মে ছবিটির ভরাডুবি প্রসঙ্গে আরও জানিয়েছেন বক্স অফিসে ছবিটি তেমন সাড়া না পাওয়ায় সেটা তাঁকে প্রভাবিত করেছে। কিন্তু তাঁর বিশ্বাস ধীরে ধীরে ছবিটি ভালো ব্যবসা করবে। যেমনটা অ্যাসিড টেস্টের সময় হয়ꦗ।
তবে তিনি এটা মোটেই বিশ্বাস করেন না যে স্ত্রী ২ এবং বেদার সঙ্গে বক্স অফিসে মুখোমুখিไ হয়েছে বলে খেল খেল মে ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। প্রসঙ্গত, তৃতীয় বৃহস্পতিবার অক্ষয় কুমারের খেল খেল মে বক্স অফিসে মাত্রই ৫৬ লাখ টাকা আয় করেছে বলেই জানানো হয়েছে সচনিল্কের তরফে। ফলে বর্তমানে এটির মোট আয় দাঁড়িয়ে আছে ২৬ কোটি ১ লাখ টাকায়।