♈ আরজি কর কাণ্ডের পর বারংবার প্রতিবাদে সরব হয়েছেন শ্রুতি দাস। পথে নেমেছেন একাধিকবার। গর্জে উঠেছেন নারী নিরাপত্তা নিয়ে। সরব হয়েছেন আরজি করের নির্যাতিতার ন্যায্য বিচার চেয়ে। এবার তিনি আবারও সরব হলেন কলকাতায় মেয়েদের নিরাপত্তা নিয়ে। কী বললেন সিটি অব জয়কে নিয়ে?
আরও পড়ুন: ꦿ'১০ লাখের লটারি', ভাইঝি হওয়ার খবর পেতেই দাবি লাফটারসেনের! মজার ছলে সমাজকে আয়না দেখালেন নিরঞ্জন
কী বলেছেন শ্রুতি দাস?
🍸কলকাতাকে সিটি অব জয় বলা হয়। এদিন সেটাকেই ব্যঙ্গ করলেন শ্রুতি। তাঁর মতে এটা আর সিটি অব জয় নেই। বরং সিটি অব ভয় অর্থাৎ ভয়ের শহরে রূপান্তরিত হয়ে গিয়েছে।
শ্রুতি নারী নিরাপত্তা নিয়ে কী বলেছেন?
⛦আরজি কর কাণ্ডের পর টলিউডের একাধিক পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। আর তারই মধ্যে শ্রুতি দাস এদিন প্রতিবাদী মিছিল থেকে তাঁর মনে জমে থাকা নিরাপত্তাহীনতার কথা বললেন। রাঙা বউ এদিন বলেন, 'আমরা যখন নাইটে আউটডোর করি, তখন একটা মেকআপ ভ্যানে একা শ্যুটিং করে এসে যখন বসি তখন যদি একজন দারোয়ান এসে ধর্ষণ করে মেরে দিতে পারে। তখন তার দায় কে নেবে? তাহলে আমরা শ্যুটিং করা বন্ধ করে দেব? আমরা যাঁরা বিনোদন জগতের সঙ্গে যুক্ত, আমরা যাঁরা দিনে ১৪ ঘণ্টা কাজ করি, মাসে একদিন ছুটি পাই তাঁদের নিরাপত্তার দায়িত্বটা কার?'
😼তিনি এদিন আরও বলেন, 'আর ভাই আমি অত বড় তারকা নই, আমার পিছনে অনেক বাউন্সার ঘুরে বেড়ায় না। সাধারণ মানুষের সঙ্গে এসেছি আজ। এখানে আমি আজ সত্যি বলছি বলে আজ যদি আমায় মেরে দেয়, আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে। আমার যদি কিছু হয় কাউকে ছেড়ে কথা বলবে না ওরা। সেদিন কার বাবা কত ক্ষমতা আছে টাকা দিয়ে মুখ বন্ধ করার সেটা আমিও দেখব।'