নতুন ছবির ভিড়েই এ▨কগুচ্ছ পুরোনো ছবি আবারও মুক্তি পেতে চল𓃲েছে বড় পর্দায়। তালিকায় রয়েছে গ্যাংস অব ওয়াসিপুর থেকে শুরু করে রেহনা হ্যায় তেরে দিল মে, ইত্যাদি রয়েছে। কবে কোন ছবি আসছে?
আরও পড়ুন: আরজি করের নির্যাতিতার জন্য মহা💦মিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে! সবাইকে 💧সতর্ক করে কী লিখলেন সোহিনী?
কবে কোন ছবি আবারও মুক্তি পাচ্ছে বড় পর্দায়?
এই সপ্তাহে কোনও তেমন নতুন বড় ছবি মুক্তি পাচ্ছে না। উল্টে বেশ কিছু পুরোনো ছবি আবারও আসছে বড় পর্দায়। তালিকায় আছে ২০১২ সালে মুক্তি পাওয়া অনুরাগ কাশ্যপের গ্যাংস অব ওয়াসিপুর, ২০০১ সালে মুক্ত🦂ি পাওয়া আর মাধবন এবং দিয়া মির্জার আইকনিক রোম্যান্টিক ছবি রেহনা হ্যায় তেরে দিল ম্যায়।
এছাড়াও মুক্তি পাচ্ছে দুর্দান্ত ভয়ের ছবি তুম্বাদও। এই ♔ছবিটি ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। এই বছর আবারও মুক্তি পাচ্ছে বড় পর্দায়। নতুন করে বড় পর্দায় আসছে আরও এক কন্নড় ছবি কারিয়াও। এটি ২০০৩ সালে আদতে মুক্তি পেয়েছিল।
জাতীয় পুরস♔্কার পাওয়ার পর আবারও আসছে রোহিত শেট্টির কান্তারা ছবিটি। এটি ২০২২ সালে মুক্তি💝 পেয়েছিল। সেই সময় বিশ্বজুড়ে ছবিটি ৪০৭ কোটি টাকা আয় করেছিল।
তবে এছাড়াও সম্প্রতি বেশ কিছু বলিউডের ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছে। আর এই তালিকাটাও মোটেই ছোট নয়। ২০১৮ সাಞলে মুক্তি পাওয়া লায়লা মজনু ছবিটিও সদ্যই বড় পর্দায় নতুন করে মুক্তি পেয়েছে। অভিনয়ে রয়েছেন অবিনাশ তিওয়ারি এবং তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের ২০১১ সালের হিট ছবি রকস্টারও মুক্তি পেয়েছে।
আরও পড়ুন: টলিউডের ওমেন্স ফোরাম আসলে 'আইওয়াশ'? ক্ষোভ উগরে শ্রীলেখা কেন বললেন,ꦓ 'নাটক যত'?
লাভ আজকাল, দঙ্গল, গোলমাল রিটার্নস, রাজা বাবুর মতোও একাধিক ছবিও সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে। এটা যেন এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যেখানে হামেশাই নতু🐠ন ছবির পাশাপাশি পুরোনো ছবিকে বড় পর্দায় নতুন ভাবে ফিরিয়ে আনা হচ্ছে।