বাংলাদেশের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী হলেন আজমেরি হক বাঁধন। যখন ছাত্র আন্দোলন বা হাসিনা পালিয়ে আসার পর বাংলাদেশ অশান্ত হয়ে ওঠে তখন পথে নামেন। এমনকি রাত জেগে বটি হাতে নিয়েও তিনি রাত জেগে পাহারা দিয়েছেন। এদিন তিনি এপার বাংলার রাত দখলের মতো ওপার বাংলার শেকল ভাঙার ওপদযাত্রার ডাক দিলেন। কিন্তু লক্ষ্য কী?
আরও পড়ুন: মালায়লাꦅম ছবিতে যৌন হেনস্থা কাণ্ড, শিল্পী সং꧅গঠনের কমিটি ভাঙল, ইস্তফা প্রেসিডেন্ট মোহনলালের
এপার বাংলার রাত দখলের মতো ওপার বাংলাতেও রাত দখল করার ডাক দিয়েছেন বাঁধন। তবে তিনি এই কর্মসূচির নাম দিয়েছেন শেকল ভাঙার পদযাত্রা। এখানে তাঁরা মূলত ধর্ষণ, নারী নির্যাতনের, যৌন নিগ্রহ, যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হবেন। এবং একই সঙ্গে যাঁরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্꧂ত তাঁদের বিচারের দাবি তুলবেন। এই কর্মসূচির কথা জানিয়ে তিনি ওপার বাংলার মহিলাদের আহ্বান জানিয়েছেন এতে যোগ দেওয়ার জন্য।
আরও পড়ুন: 'আপনার দাড়িটা একটু ধ🌟রতে দিন' ꦡকৌন বনেগা ক্রোড়পতিতে প্রতিযোগীর বিটকেল আবদার শুনে হতভম্ব বিগ বি!
কোন হবে এই কর্মসূচি? জানা গিয়েছে আগামী শুক্রবার অর্থাৎ ৩০ অগস্ট রাত ১🤪১ টা বেজে ৫৯ মিনিটে তাঁরা জড়ো হবেন শাহবাগ🐲ে। তারপর সেখান থেকে পদযাত্রা করে তাঁরা এগিয়ে যাবেন সংসদ ভবন পর্যন্ত।
এদিন এই পদযাত্রায় বাঁধনরা মোট ১৩ দফার দাবি জানাবেন বলেই 🐼জানা গিয়েছে। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, যে অপরাধীরা এর আগে ধর্ষণ, ইত্যাদির মতো জঘন্য অপরাধ ঘটিয়েছেন তাঁদের দ্রুত শাস্তি দেওয়ার মতো দাবি তুলবেন বলেই জানা গিয়েছে ।
প্রসঙ্গত গত ১৪ অগস্ট রাত দখল করে এপার বাংলার মেয়েরা। কেবল বাংলা নয়, ভারতের বিভিন্ন প্রান্তেও পথে নামে মানুষ। বিদেশের বিভিন্ন জায়গাতেও চলে রাত দখলের কর্মসূচি। বাদ যায়নি বাংলাদ🔜েশও♔।