আঠাশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে সমারোহে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ওꦐপার বাংলার এই ছবি প্রচুর প্রশংসা এবং ভালোবাস⛦া কুড়িয়েছে কলকাতার দর্শকমহলে।
সাড়ে তিন বছরের চেষ্টায় বাংলাদেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে ༒তৈরি এই ছবি। দরিদ্র কৃষকদের জীবিকার লড়াইকে তুলে ধরে ছবিটি নির্মাণ করেছেন মহম্মদ কাইয়ুম। ছবিটি বাংলাদেশে প্রথম মুক্তি পেয়েছে গত ৪ নভেম্বর। এটি পরিচা🐠লকেরও প্রথম ছবি।
আরও পড়ুন: মালতীর লাক্সারি লাইফের ঝলক, মেয়েকে নিয়ে ছুটি কাটাতে কোথায় উড়ে গেলেন প্রিয়াঙ্কা
ধ্রুপদি চিত্রলোক নিবেদিত এই পূর্ণদৈর্ঘ্যের ছবিতে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚঅভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির, সুমী ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম ও আবুল কালাম আজাদ। সঙ্গীত পরিচালনায় সাত্যকি বন্দ্যোপাধ্যায়।
নন্দনে ‘হাওয়া’ প্রদর্শনের আগে শুক্রবার বেলা ১১টায় দেখানো হয়েছে বাংলাদেশ থেকে অংশ নেওয়া এই ছবি, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এ দিন নন্দনের প্রেস কর্নারে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবির পরিচালক মহম্মদ ক♒াইয়ুম বলেছেন, ‘এটি আমার প্রথম ছবি। বিদেশের মাটিতেও প্রথম ছবি। ছবিটি আপনাদের ভালো লাগলে আমি ধন্য হব।’
পরিচালকের কথায়, ‘এটি বাংলাদেশের ভাটি অঞ্চলের কৃষিজীবী ম🐼ানুষের চিরকালীন জীবনসংগ্রামের আখ্যান। যেখানে আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার, লোকজ ঐতিহ্য এবং বিরূপ প্রাকৃতিক পরিবেশে হাওরের জল ও কাদায় মাখা প্রান্তিক মানুষের গল্🦄প বলা হয়েছে।’