দুর্ধর্ষ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া। পাক-বধ মিশন সফল। আর এই জয়ের নায়ক নিঃসন্দেহে বিরাট কোহলি। প্রাক্তন ক্যাপ্টেনের ব্যাটে ভর দিয়েই রুদ্ধশ্বাস জয় পেল ভারত। বিরাটের এই ইনিংস দেখলে সকলেই বলছেন- ‘নিন্দকদের মুখে ঝামা ঘষে দিল কোহলি’। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই রব- ‘কিং কোহলি ইজ ব্যাক’। এদিন ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ঝোড়ো ইনিংস খেললেন ক🐼োহলি। বিরাটের হাত ধরে আজ ভারতে আগাম দীপাবলি। কোহলির প্রশংসায় পঞ্চমুখ সেলেব থেকে আম জনতা।
সৃজিত থেকে শিবপ্রসাদ, ইমন থেকে জয় সরকার- বিরাটে মজে সকলেই। টলি তারকারা ধ꧑ন্য ধন্য করছেন বিরাটের ম্যাচ জেতানো ইনিংস দেখে।
পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তো আগেভাগেই বলে রেখেছিলেন ভারতীয় 🏅মিডল-অর্ডারের উপর ভরসা রাখছেন তিনি। যদিও টপ অর্ডারের বিরাটই কাঁপিয়ে দিলেন গোটা ম্যাচ। ম্যাচ শেষে বিরাটের উচ্ছ্বাস🔴ের ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন- ‘কিং কোহলি’। অন্যদিকে কোহলিকে কুর্নিশ জানিয়েছে সৃজিত লিখলেন- ‘কোহলি-যুগ’।
ক্রিকেটের অন্ধ-ভক্ত অভিনেতা জিতু কমল। ম্যাচ শেষ হতেই ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন, ‘শুভ দীপাবলি, আরে সরি! শুভ বিরাট কোহলি…', সঙ্♉গে সতর্কবার্তা-'ঝাঁপলে কপিরাইট কেস করব’।
সঙ্গীত পরিচালক জয় সরকারের সাফ কথা, ‘রাজা একটা! বিরাট কোহলি!' দিওয়ালির আগাম উপহারটা গোটা দেশকে দিয়ে দেওয়ার জন্য অনুষ্কার স্বামীকে ধন্যাবাদ জানিয়েছেন ইমন। পাশাপাশি ম্যাচের শেষ মুহূর্তগুলো বাড়ির ড্রয়িং রুমের হালহাকিকত কী ছিল, তাও তুলে ধরেছেন ভিডিয়োতে। সেখানে ইমন পরিবারের সদস্যের কাছ থেকে পাকিস্তানের জয়ের সম্ভাবনার কথা শ🔥ুনেই বলছে𒁃ন- ‘চড়িয়ে গাল লাল করে দেব’। আবার কখনও বলে উঠছেন, ‘অশ্বিন চার মার’।
অন্যদিকে মীর তো ঘটিয়ে বসলেন আরেক কাণ্ড। জোম্যাটো ডেলিভারি বয় তাঁর বাড়িতে এসেছিলেন খ꧙েলা দেখতে। তাঁকে সঙ্গে নিয়ে বসে ম্যাচের শেষ মুহূর্তগুলো এনজয় করলেন তিনি। কারণ এমন রুদ্ধশ্বাস ম্যাচ একা কি দেখা যায়?
প্রসঙ্গত, এদিন জয়ের জন্য ভারতের সামনে ১৬০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাকিস্তান। শুরুতেই ধাক্কা খায় ভারতের ইনিংস। মাত্র ১৭রানেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ফর্মে থাকা সূর্যকুমার যাদবও মাত্র ১৫ রান করেই ড্রেসিং রুমে ফেরেন। কিন্তু হাল ছাড়েননি বিরাট। হার্দিক পান্ডেয়াকে সঙ্গে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান কোহলি। হার্দিক আউট হওয়ার পর পাকিস্তানের দিকেই ঝুঁকে ছিল ম্যাচ, কিন্তু বিরাট অস🃏ম্ভবকে সম্ভব করে তুললেন। ম্যাচ জিতেই আবেগ ধরে রাখতে পারেননি তারকা। চোখে জল ছিল বিরাটেরও। তাঁর এই ইনিংস দেখে সত্যি বলতে হয়- ‘এভাবেও ফিরে আসা যায়’। এশিয়া কাপে শতরান করে সমালোচনার জবাব দিয়েছিলেন বিরাট, আর এদিন সবার মুখ বন্ধ করেদিলেন তিনি।