তারকা হলেও একান্তে ไনিজের মতো করেই সময় কাটাতে বেশি পছন্দ করেন আমির খান। একান্ত অনুরোধ বা খুব প্রয়োজন না হলে বলিউডের পার্টি থেকে দূরেই থাকেন আমির। অভিনেতার সদ্য প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর পছন্দও এবিষয়ে আমিরেরই মতো। কিন্তু তাঁদের ছেলে আজাদ?
সম্প্রতি এবিষয়েই মুখ ⛎খুলেছেন কিরণ। জানিয়েছেন তাঁদে𝓡র ছেলে আজাদেরও পার্টিতে বিশেষ আগ্রহ নেই।
মিডিয়া থেকে দূরে আজাদ
ছেলেকে পাপারাৎজি, সংবাদমাধ্যম থেকে দূরে রাখা প্রসঙ্গে কিরণ রাও বলেন, ‘আমার মনে হয় শিশুদেরও নিজস্ব গোপনীয়তা🐓, ব্যক্তিগত জীবন থাকা উচিত। যে শিশুরা নিজেরাই জনসমক্ষে আসতে আগ্রহী, তাদের ক্ষেত্রে এটা 🦄তবু ঠিক আছে। তবে আজাদ কখনোই কোনও বড় অনুষ্ঠানে যেতে আগ্রহী নয়। তাই আমরা ওকে ওর মতো করেই থাকতে দি। আমি ও আমির, মানুষ হিসাবে আসলে খুবই সাধারণ। আমরা কোনও গ্ল্যামারাস মানুষ নই। আমরাও বিশেষ বাইরে গিয়ে পার্টি করি না বা কোনও অনুষ্ঠানে সেভাবে যাই না। আমরা আসলে এধরনের অনুষ্ঠানগুলিতে যাওয়ার কোনও কারণই খুঁজে পাই না, রেড কার্পেটেও বিশেষ যাই না। আসলে এগুলিতে আমির ততটা আগ্রহী নয় এবং আমিও আগ্রহী নই। আমি মনে করি, শিশুদের ক্ষেত্রেও তাদের নিজস্ব আগ্রহের ক্ষেত্র খুঁজে বের করা দরকার।’
আরও পড়ুন-'পরে কিংবা না পরে', ব্রালেটে মধুমিতꦰার ফটোশ্যুট, ক্যাপশান দেখে চোখ কপালে উঠল নেটপাড়ার…
আজাদের আগ্রহ
ছেলে আজাদ রাও খানের আগ্রহ বর্তমানে ঠিক কোথায়? সেবিষয়ে কথা বলতে গিয়ে, কিরণ বলেন, আজাদ আসলে সিনেমার থেকে অ্যানিমেশনে বেশি আগ্রহী। কারণ ও ভীষণই সংবেদনশীল ও সহানুভূতিশীল। শুরুতে আজাদ সিনেমা দেখলে একটু ভয় পেত। কারণ সিনেমা ওর আবেগকে আরও বাড়িয়ে তোলে। আর ও একটু বেশিই সংবেদনশীল। অতিরিক্ত অনুভূতিপ্রবণ শিশুর মতো। ও সবকিছুতে খুবই প্রভাবিত হয়... অন্য শিশুরা হয়ত যেগুলি খুবই স্বাভাবিক মনে করে...। একবার স্টার ওয়ার্সে TIE ফাইটার বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে ওর (আজাদের) সঙ্গে সিনেমা হাউস ছেড়ে বের হয়ে যেতে হয়েছিল। কারণ আজাদের অবস্থা ছিল খানিকটা 'পাইলটের কী হয়েছে?' তাই, প্রাথমিকভাবে, ওর লাইভ-অ্যাকশন দেখতে খুব কষ্ট হয়েছিল। ও অ্যানিমেশন দেখতে পﷺারে কিন্তু লাইভ অ্যাকশন দেখতে পারে না। তবে এখন অবশ্য ওর বয়স এখন ১২, আমি নিশ্চিত যে ও এবার এধরনের জিনিস দেখতেও প্রস্ত💫ুত'।