প্রত্যেকেবারই ইদে ধামাকাদার কিছু নিয়ে হাজির হন ‘ভাইজান’। এবারও তার অন্যথা হল না। ইদে হাজির সলমন খান, সঙ্গে হাজির তাঁর 'কিসি কা ভাই কিসি কি জান'। বহুদিন ধরেই সলমনের ছবির জন্য অপেক্ষা করে ছিলেন তাঁর অনুরাগীরা, এবারও ছিলেন। অবশౠেষে বক্স অফিসে নিজস্ব মেজাজে হাজির 'সল্লু মিঞা'। তা কেমন হল 'কিসি কা ভাই কিসি কি জান'? কতটা আশা পূরণ করতে পারলেন সলমন?
কী আছে ছবির গল্পে?
কমবেশি সকলেই জানেন🐬 সলমনের এই ছবির গল্প তামিল সুপারস্টার অজিত কুমারের ২০১৪ মুক্তি পাওয়া ছবি 'ভীরাম'-এর রিমেক। 'ভীরাম' চিত্রনাট্য সল্লুর এতটাই পছন্দ ছিল যে তিনি 'কভি ইদ কভি দিওয়ালি' বাꦏনানোর কথা ঘোষণা করে দেন। পরে সেটাই নাম বদলে হয় 'কিসি কা ভাই কিসি কি জান'।
গল্পে ভাইজান (সলমন খান) বিয়ে না করার সিদ্ধান্ত নেন কারণ তিনি চান না কোনো মেয়ে তাঁকে তাঁর প্রিয় ভাইদের থেকে আলাদা করুক। তাঁর ভাইরা হলেন মোহ (জ্যাসি গিল), লাভ (সিদ্ধার্থ নিগম) এবং ইশক (রাঘব জ🦩ুয়াল)। তারই মাঝে ভাগ্যলক্ষ্মী গুন্ডামানেনি (পূজা হেগড়ে)র এন্ট্রি হয়, যিনি আদপে হায়দরাবাদের বাসিন্দা। ভাইজানের বাড়িতে ভাড়াটে হয়ে হাজির হন তিনি। ভাগ্যলক্ষ্মীই বিয়ের প্রতি ভাইজানের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন। এদিকে গুন্ডারা ভাগ্যলক্ষ্মীর পিছু নেয় তাঁদের আক্রমণ করে। কিন্তু কে এই ভাগ্যলক্ষ্মী কে? গুন্ডারা কেনই বা ভাগ্যলক্ষ্মীকে মারার চেষ্টা করছে? অন্নয় (ভেঙ্কটেশ দগ্গুবাতি) আসলে কে? শেষপর্যন্ত 'ভাইজান' ও ভাগ্যলক্ষ্মীর গল্প কোন দিকে মোড় নেবে? সে সব উত্তর আছে 'কিসি কা ভাই, কিসি কি জান' ছবিতে।
আর𓆉ও পড়ুন-অ্যাকশনে 🐼ভরপুর!গ্যাংস্টার 'চেঙ্গিজ'-এর গল্প বলতে কতটা সফল জিৎ?