অভিনেতা কৃতি শ্যানন মধ🔜্যবিত্ত পরিবার থেকে বিনোদন জগতে আসা সম্পর্কে কথা বলেছেন, তিনি বলেছেন যে তাঁর বাবা-মা তাঁকে কখনই বুঝতে দেননি যে তাঁদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। নিখিল কামাথের ডব্লিউটিএফ পডকাস্টে কথা বলতে গিয়ে, কৃতি আরও জানান যে, এখনও তাঁর বাবার সঙ্গে তাঁর একটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে।
তাঁর ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে, কৃতি জানিয়েছেন যে তিনি কোন ছবি করতে চান আর কোন ছবি করতে চান না তা বেছে নিতে পারেন। ছবি বেছে নেওয়া🐻র ক্ষেত্রে তাঁকে তাঁর পরিবারের আর্থিক দিকের কথা ভাবতে হয় কিনা তা জানতে চাওয়া হলে কৃতি বলেন, 'এক্ষেত্রে আর্থিক বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। আমি অবশ্যই বলব🧸 যে আমি এক্ষেত্রে অনেকটা সুবিধা পাই। আমি একটি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি ঠিকই কিন্তু তাঁর মানে এমন নয় যে আমি কেবল টাকার জন্য কাজ করি। সত্যি ওরকম কোনও ব্যাপার নয়। আমার বাবা-মা কাজ করতেন এবং আমি কখনই আলাদা করে অর্থ উপাজনের প্রয়োজন অনুভব করিনি। আমার বাবা-মা আমাকে কখনওই টাকার অভাব কী তা বুঝতে দেননি।'
আরও পড়ুন: ‘শিক্ষা হওয়াꦯ দরকার…’ শিক্ষক দিবসে প্রতিবাদের সুর মীরের পোস্টে
অভিনেতা অভিনেত্রীরা নিজেদের মধ্যবিত্ত বললে অনেক সময় ট্রোল্ড হন🎐, কৃতিকেও কি সেরকম কোনও মন্তব্যের মুখোমুখি পড়তে হয়েছে? এ প্রসঙ্গে নায়িকা বলেন, 'আমি উচ্চ মধ্যবিত্ত, যাই হোক না কেন... তবে এমনও নয় যে আমি অত্যন্ত ধনী। আমার বাবার সঙ্গে আমার একটা জয়েন্ট একাউন্ট আছে, একটা সময় একটু একটু করে শুরু করেছিলাম, আজ অনেক কিছু আছে।'
কৃতির ক্যারিয়ার সম্পর্কে
২০১৪ সালে টাইগার শ্রফের সঙ্গে 'হিরোপান্তি' ছবির মাধ্যমে কৃতি বলিউডে আত্মপ্রকাশ করেন। তারপরে তিনি 'দিলওয়ালে', 'রাবতা', 'বেরেলি কি বরফি', 'লুকা চুপি', 'হাউসফুল ৪', 'পানিপথ' এবং 'মিমি' ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। ছাড়াও তাঁকে 'হাম দো হামারে দো', 'বচ্চন পান্ডে', 'ভেড়িয়া', 'শেহজাদ🍸া', 'আদিপুরুষ', 'গণপথ' এবং 'তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া'য় তাঁকে দেখা গিয়েছে।
তাকে শেষ দেখা গিয়েছিল রাজেশ এ কৃষ্ণান পরিচালিত কমেডি ফিল্ম 'ক্রু'-🌺এ। বালাজি মোশন পিকচার্স এবং অনিল কাপু🧔র ফিল্মস অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক দ্বারা প্রযোজিত এই ছবিতে তিনি ছাড়াও ছিলেন টাবু এবং কারিনা কাপুর। আগামী মাসে কৃতীকে কাজলের সঙ্গে 'দো পাত্তি' ছবিতে দেখা যাবে।