আরজি কর কাণ্ড নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি শেষ নেই। তার মধ্যেই কুণাল ঘোষ কখনও দেব কখনও অরিজিৎ সিং, কখনও সামগ্রিক ভাবে টলিউডকে কটাক্ষ করে সেই অস্বস্তি যে আরও বাড়াচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না। এদিন আবারও তিনি দেবকে নিশানা বানালেন। এদিন আবারও দেব এবং কুণাল ঘোষের কাজিয়ার নগ্ন ছবি প্রকাশ্যে এল এদিন। কী নিয়ে সমস্যা বাঁধল? ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে মমতার নাম সরিয়ে নাকি দেব নিজের নাম বসিয়েছেন। আর তাতেই অভিনেতাকে কটাক্ষের সুরে বিঁধলেন কুণাল। জবাব দিতে ছাড়লেন ন♏া দেবও।
আরও পড়ুন: টেক্কার রানির সঙ্গে আলাপ করালেন দেব! টেডি হা🎃তে ধরা দিলেন 'ইরা' স্বস্তিকা
কী লিখেছেন কুণাল?
কুণাল ঘোষ এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে দুটো ছবি পোস্ট করেন দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে নাকি দেব নিজের নাম বসিয়েছেন। এই বিষয়ে লেখেন, 'ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, বারোই মার্চ, ভার্চুয়ালি। স্থানীয় কর্তা ব্যক্তিরাও ছিলেন। এবার সেপ্টেম্বরের চার তারিখ ওই একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে হল সাংসদের নাম! সুপারস্টার একেই বলꦉে। এলাকার মানুষ তো অবাক! শুভেচ্ছা দেব।' তিনি আক্রমণ শানানোর পর চুপ থাকেননি দেব। দিয়েছেন যোগ্য জবাবও।
দেব কী জবাব দিলেন?
দেব এদিন এক্স হ্যান্ডেলেই কুণালকে কটাক্ষ করে জবাব দিয়ে লেখেন, 'নমস্কার কুণাল দা, আমি দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস এবং সিটি স্ক্যান মেশিন𝓰ের জন্য, সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন। এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনগুলো উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই ডায়ালিসিস পরিষেবার ব্যাপারে জানতে পারে। আমার মনে হয় এর ফলে কোনও মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ তোমাকে, তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও অনেকের কাছে পৌঁছে গেল। শেষে একটাই কথা বলব, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো।'
আরও পড়ুন: আলো নিভিয়ে আরজি করের নির্যাতিতার বিচার চেয়েছেন কলকাতার ৪৪🍬 লাখ মানুষ! হিসেব দিলেন সৃজিত-শোভন
আরও পড়ুন: প্রথমবার পর্দায় মুখোমুখি হবেন মিঠুন-অঞ্জন! নেপথ্যে অঞ্জনা? ব্যাপারটা ক♍ী?
তিনি এদিন একই সঙ্গে আরও লেখেন, 'আরেকবার সকলকে জানিয়ে রাখি, ঘাটাল সুপারস্পেশিটি হাসপাতালে ড🌊ায়ালিসিসের পরিষেবা আরম্ভ হয়ে গেছে, এখন আর আপনাদের কোনও বেসরকারি হাসপাতাল বা কলকাতার কোনও হাসপাতালে ছুটে যেতে হবে না এবং সিটি স্ক্যান এর পরিষেবা এই মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে। সবার মঙ্গল হোক!'