আরজি কর আবহে অগস্ট মাসের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের আক্রমণের মুখে পড়েছেন একাধিক তারকা। তাতে যেমন রয়েছেন 𒐪স্বস্তিকা মুখোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্য, তেমনই শ্রীলেখা মিত্রও।
🎶কদিন আগেই শ্রীলেখা 🗹তাঁর ফেসবুকে কুণাল ঘোষের একটি পোস্ট শেয়ার করে লিখেছিলেন, ‘এই লোকটি কেন? উনি কি এই পৃথিবীর উপর অতিরিক্ত বোঝা নন?’
আরও পড়ুন: বিকিন𒅌ি পর✃ে র্যাম্পে হাঁটলেন পাকিস্তানি মডেল, বিতর্ক বাড়তেই করলেন ভিডিয়ো ডিলিট
ভাইরাল কুণাল ঘোষের পোস্ট:
বোঝা যাচ্ছে, সোমবারে শ্রীলেখার করা সেই পোস্ট একেবারেই এড়িয়ে যায়নি কুণালের নজর। তিনিও জবাব দিলেন। তবে তাঁর জবাব এল একদিন পর বুধবারে। তৃণমূলের🃏 মুখপাত্র এবার অবশ্য কারও নাম নেননি। কিন্তু আকার ইঙ্গিতে একপ্রকার বুঝিয়ে দিয়েছেন তাঁর নিশানায় কে!
কুণাল ফেসবুকে লিখেছেন, ‘দেয়া নেয়া বা ছদ্মবেশী ছবিতে ড্রাইভারের ছবিতে কী অপূর্ব অভিনয় করেছিলেন মহানায়ক উত্তমকুমার। তাতে অনুপ্রাণিত হয়ে নিজের ড্র♔াইভারের সঙ্গে যেন কীসব বাধিয়েছিলেন এক বিপ্লবী অভিনেত্রী। জল বহুদূর গড়ায় সেবার। কা𒁃গজেও বেরিয়েছিল। কপালে যে কী-লেখা!!!’
আরও পড়ুন: পাহাড়ি ড্যামের পাশে পুলের মজা নিচ্ছেন সন্দীপ্তা, কেরালার এই বিলাসবღহুল হোটেলে এক রাত থাক꧑ার খরচ কত?
এতে কুণালের অনেক অনুরাগীরাই মন্তব্য করেছেন, ‘বি🥀শ্রীলেখা’! আবার একজন প্রশ্ন করেন, ‘ইনি কে! কিছুই তো বুঝলাম না’। তাতে আরেকজন বুঝিয়ে দেন, ‘শেষ লাইনটা মন দিয়ে দেখুন’। তাতে আবার সেই প্রথম ব্যক্তি লেখ🌌েন, ‘এবার বুঝেছি’!
সত্যিই কি গাড়ির চালককে নিয়ে কোনো বিতর্কে জড়িয়েছিলেন শ্রীলেখা?
২০০৪ সালের জুন মাসের ঘটনা। রবিন নামে এক ব্যক্তি শ্রীলেখার জন্য ঢুঁ মারতে শুরু করেন টলিউডের সেটে। রাত বিরেতে ফোন করে বিরক্তও করতে থাকেন। আর রবিন একা নন, তিনি সেই সময় সঙ্গে আনতেন তাঁর দলবদলও। সেই সময় শোনা যায়, রবিন একসময় শ্রীলেখার গাড়ি চালাতেন। কিন্তু কোনো এক কারণে সেই রবিনকে চাকরি থেকে বরখাস্ত করেন অভিনেত্রী। আর তারপরই ওই ব্যক্তি বিরক্ত করা শুরু করে༺ শ্রীলেখাকে।
আরও পড়ুন: গীতা এলএলবি আর কথার হাড্ডাহাড্ডি লড়াই, মাঝে পড়ে ফুলꦅকি কি তাহলে পারল না টিআরপি টপার হতে?