আরজি করের মতো ঘটনার পর রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে পুজো কার্নিভাল হবে? শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে শেষপর্যন্ত কার্নিভাল হলই। এদিকে আর আরজিকর আবহে এরাজ্যে তৃণমূল কংগ্রেস এখন অনেকটাই কোণঠাসা। ঠিক এই কঠিন পরিস্থিতিতে যিনি নিজের দলের হয়ে ক্রমাগত লড়ে চলেছেন তিনি আর কেউ নন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। আর পু🍒জো কার্নিভালে তারকা ও শিল্পীদের ভিড়ে ছিলেন কুণাল। তবে একটু অন্যভাবে।
এবার পুজো কার্নিভালে রামমোহন সম্মিলনী হয়ে প্রদর্শনীতে হাঁটতে দেখা গেল কুণাল ঘোষকে। হুইল চেয়ার ঠেলে নিয়ে হাঁটতে দেখা যায় তৃণমূল মুখপাত্রকে। আর সেই হুইল চেয়ারে বসেছিলেন শিল্পী নমিতা বিশ্বাস। ঠাকুরনগরে🌊র মহিলা স্বনির্ভর গোষ্ঠীর শিল্পী তিনি। তবে পায়ের সমস্যা থাকায় ঠিকভাবে হাঁটতে পারেননা। তবে তাঁর হাতের ঝিনুকের কাজ অসামান্য। রামমোহন সম্মিলনী প্রতিমার সব গহনা নমিতা বিশ্বাসেরই গড়া। আর কার্নিভালে সেই নমিতাকে হুইল চেয়ারে বসিয়েই এদিন হাঁটেন কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে জানান, নমিতার শিল্পকর্মের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একটি ময়ূর পেখমের পাখা উপহার দিয়েছেন। মুখ্যমন্ত্রী অফিসিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে এই পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র।
আরও পড়ুন-মমতার কার্নিভালে দেখা মিলল না রাজ-শুভশ্রী, দেব-রুক্মিণীদের, নাচে একাই একশোꩲ ঋতুপর্ণা!
এদিকে রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভালে ম🐼ধ্যেই রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দেন জুনিয়র ডাক্তাররা। সেই কার্নিভাল ঘিরে উপচে পড়েছিল মানুষের ভিড়। তবে এদিন এই দ্রোহের কা𝔉র্নিভালকেও খোঁচা দিতে ছাড়েননি কুণাল ঘোষ।
আরও পড়ুন-কার্নিভালের মঞ্চে রচনা-জুন-নুসরতদের হাত ধরে নাচলেন মুখ্যমন্ত্রী♉, ছিলেন আর কারা?
দ্রোহের কার্নিভাল নিয়ে কুণাল ঘোষ জুনিয়র ডাক্তারদের আক্রমণ করে লেখেন, 'যাঁরা পুজোর কার্নিভালে যাবেন, তাঁরা, বিপুল মানুষ, বাংলার উৎসব সংস্কৃতিতে আছেন; বিচ্ছিন্ন কুৎসিত সামাজিক অপরাধের নিন্দা ও ন্যায়বিচারের দাবিতেও আছেন। যাঁরা র💮েড রোডে থাকবেন, তাঁরাও ধর্ষক, খুনির ফাঁসি চান।
অন্যদিকে যাঁরা তথাকথিত দ্রোহের ( অপকার, অনিষ্ট) কার্নিভালে থাকবেন, নির্দিষ্ট কিছু রাজনৈতিক সংগঠনের সামান্য কিছু অরাজনীতির মুখোশধারী, তাঁরা ন্যায়বিচারের নামে চেয়ারের রাজনীতি করছেন, লক্ষ্য অরাজকতা, চেষ্টা বাংলার কার্নিভালের বদনামের। পুজো, উৎসব বয়কটের ডাকে জল ঢেলেছেন কোটি কোটি মানুষ, নিজেরাও দ্বিচারিতায় ধরা পড়েছেন অনেকে; এখন কার্নিভাল ভাঙিয়ে নিজেদের প্রচারের চেষ্টা। যেমন পুজো মানি না বলে মণ্ডপের পাশে স্টল করে বই বিক্রিꦐ; তেমনই কার্নিভালের কাছে নাটক।'
যদিও তৃণমূল মুখপাত্রের এই পোস্টের পরই তাঁর উপর আ🍸ক্রমণের তীর নিয়ে ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা।