মহালয়ার দিন আরজি কর কাণ্ড নিয়ে আসছে আগমনী তিলোত্তমাদের গল্প। এই শর্ট ফিল্মে মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদারকে। প🃏রিচালনা করেছেন তৃণমূলের আরেক নেতা প্রান্তিক চক্রবর্তী। এদিন এই ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে কটাক্ষের বন্যা। তারপরই এদিন কুণাল ঘোষ এই বিষয়ে মুখ খুললেন। জানিয়ে দিলেন এই ছবির সঙ্গে দলের যোগ ন꧑েই! তাঁরা এটিকে অনুমোদন করেন না।
আরও পড়ুন: ফের �🐓�বাবা হচ্ছেন আরমান! ঘরে আসছে পঞ্চম সন্তান, কোন স্ত্রী অন্তঃসত্ত্বা হলেন ইউটিউবারের?
আরও পড়ুন: 'অনেক ভুল করেছি, কাউকে দোষারোপের...' রিহ্যাব থেকে বেরিয়♒েই নিজেকে শুধরে নেওয়ার বার্তা নোবেলের
কী জানালেন কুণাল ঘোষ?
এদিন কুণাল ঘোষ তাঁর ফেসবুক পোস্টে লেখেন,🦄 'আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্🐈গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে, দল তার দায়িত্ব নেবে না।' তিনি এদিন একই সঙ্গে লেখেন, 'দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বকে বলা হয়েছে।'
ছবি নিয়ে কী বলেছেন রাজন্যা?
এদিন সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড় বইতে মুখ খুলেছেন অভিনেত্রী রাজন্যা হালদারও। তিনি এই ছবি প্রসঙ্গে টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'কোনও তথ্য, কোনও বিচার ব্যবস্থা, বা কোনও তদন্তের বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই এই ছবির। কোনও ন্যারেটিভ তৈরি করার ব্যাপার নেই। যাঁরা এই প্রশ্নগুলো তুলছেন তাঁদের বলব, আগে ছবিটা দেখুন তারপর বিচা👍র করবেন। আগে ছবিটা দেখার আবেদন রইল। না দেখে সবক্ষেত্রে এই বিচার করবেন না।'
আরও পড়ুন: 'ভে🥀বেই নিয়েছিলাম হাত থেকে চলে গেল...' পেয়েও কেন রাজনন্দিনীর কাছ থেকে ফসকে যাচ্ছিল দুর্গা হওয়ার সুযোগ?
কী বলছেন নেটিজেনরা?
এক ব্যক্তি এদিন এই ছবির পোস্টারের কটাক্ষ করে লেখেন, 'একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না, এমনকি লাইভ স্ট্রিমিং, 🦹ভিডিয়োগ্রাফি সবেতেই উত্তর আসে 'না' ― তখন সেই বিষয়ে আদ্যোপান্ত 'নাম' নিয়ে কিভাবে তৈরি হয় সিনেমা!এতটা দুঃসাহস হয় কিভাবে?' আরেকজন লেখেন, 'মোড় ঘোরাতে ওস্তাদ। রাজন্যা ডাক্তার! আদালতে বিচারাধীন বিষয়ে সিনেমা!'