অভিনেতা সইফ আলি খানের ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবোন সাবা আলি খান প্রায়শই ইনস্টাগ্রামে পারিবারিক ছবি শেয়ার করেন। সোমবার তিনি বাবা-মা, প্রয়াত ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একটি পুরনো ছবি শেয়ার করেন। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রয়াত অভিন🤪েতা শশী কাপুরের সঙ্গে শর্মিলার একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি।
ছবি শেয়ার করে সাবা লেখেন, ‘পুরানো সবসময় সোনার মতো। সেরা জুটি। বাবা-মা। গোয়ালিয়রের বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। #শুভদিন। মনে পড়ে সেই সময়গুলি। তোমাকে ভালোবাসি আব্বা আম্মা। এই মূল্♈যবান ছবি শেয়ার করার জন্য ওতোমাকে ধন্যবাদ! সৌজন্য অনুরাগী। আবার।’
আরও পড়ুন: মৌনিকে ঠে🐼সে ধরে ‘লিপ লক’ করলেন স্বামী সূরজ! হঠাৎই ফাঁস দম্পতির চরম 🌌ঘনিষ্ঠ ছবি
ছবিতে মনসুর আলি খান পতৌদি এবং শর্মিলা ঠাকুরকে একই ডিনার টেবিলে বসে থাকতে দেখা গিয়েছে। তাঁরা একসঙ্গে খা��বার খাচ্ছেন। শরಌ্মিলার যেন স্বামী মনসুরের থেকে চোখ সরছিল না। সাবা ছাপানো বিজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে মনসুরের অটোগ্রাফ ছিল।'
১৯🍎৬৮ সালে বিয়ে করেন শর্মিলা আর মনসুর। তাঁদের তিন সন্তান- সাবা আলি খান, সইফ আলি খান ও সোহা আলি খান। বর্তমানে গুরগাঁও-র পতৌদি প্যালেসেই থাকেন শর্মিলা। মায়ের মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সইফ এবং সোহা। অন্যদ💛িকে মেজ মেয়ে সাবা পেশায় গয়না ডিজাইনার এবং ভোপালের পরিবারের বিশাল ওয়াকফ সম্পত্তির রক্ষক। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ৭০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনসুর আলি খান পতৌদি।
আরও পড়ুন: লাইগার: লাক্ಌসারি ফ্লাইট নয়, ইকোনমি ক্লাসে চড়ে ছবিরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ প্রচারে বিজয়-অনন্যা
আটের দশকের বলিউড প্রথম সারির অভিনেত্রী শর্মিলা ঠাকুর। কীভাবে মনসুরের সঙ্গে শর্মিলার পরিচয়? ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, '১৯৬৫ সালে এক বন্ধুর পার্টিতে গিয়ে প্রথম আমাদের দেখা ও কথা হয়। ওর কথায় একটা ব্রিটিশ অ্যাক꧟সেন্ট ছিল। ফলত ওর জোকস শুনে কেউ হাসত না, কারণ কেউ বুঝতেই পারত না কী বলছে। তাই নিজের জোকসে নিজেই হাসত।’
আরও পড়ুন: আমেরিকা ট্যুরে রাতꦅের পর রাতে ফ্লাইটে কাটছে সারার, বালিশ জাপটে নাক ডেকে ঘুমোচ্ছেন
শর্মিলা আরও বলেন, ‘ওর সেন্স অফ হিউমার আমার ভালো লেগেছিল। মনে হয়েছিল, অন্তত এই মানুষটা আমায় ইচ্ছে করে কষ্ট দেবে না।’ একবার এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছিলেন, একমাত্র সইফের বড় সন্তান ইব্রাহিমকেই মনসুরের মতো দেখতে,🅰 যেন পরবর্তী নবাব!