আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলা-কে। আট থেকে আশি, সব বয়সীরা নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে পথে নেমেছে। সবার মুখে একটাই স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’। এই পরিস্থিতি বড় সিদ্ধান্ত নিলেন লোপামুদ্রা ম♏িত্র ও জয় সরকার। শ্রেয়া ঘোষালের পর এবার নিজেদের গানের শো বাতিল করলেন এই মিউজিক্যাল দম্পতি।
আগামী ১৩ই সেপ্টেম্বর কলকাতার বিড়লা সভাঘরে একসঙ্গে পারফর্ম করার কথা ছিল স্বামী-স্ত্রীর। কারশেড থেকে ব♏েরোলেও মাঝপথেই থমকে গেল ‘লোপা-জয় এক্সপ্রেস’। গত মে মাসের পর সেপ্টেম্বরেই প্রথমবার একসঙ্গে মঞ্চে শো কার কথা ছিল তাঁদের। কিন্তু সেই শোও হচ্ছে না। এদিন ফেসবুকে এই সিদ্ধান্তের কথা জানা লোপামুদ্রা।
গায়িকা লেখেন, ‘তিলোত্তমার জন্য আমরা কেউ ভালো নেই। এই মানসিক অবস্থায় সব ভুলে হই হই করে গান-বাজনা করায় মন দিতে পারছি না আমরা।আমরা সংগীতশিল্পী , যন্ত্রশিল্পী । আমাদের কাজ মানুষকে ভালো রাখা। দীর্ঘ ৩০ বছর যাবৎ অক্লান্ত পরিশ্র๊ম করে , আমি , জয় এই কাজই করে চলেছি। আমাদের সাথে জড়িয়ে আছে আরোও অনেকগুলো মানুষের পেশা, রুজি-রোজগার । তবু, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪, জয়-লোপা এক্সপ্রেস চলবে না।’&⛎nbsp;
‘ধাধিনা নাতিনা’ গায়িক জানান, অনলাইনে যাঁরা টিকওিট কেটেছেন সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। অফলাইন টিকিট যাঁরা কেটেছেন তাঁদের কষ্ট করে টাকা ফেরত নিয়ে যাওয়ার অনুরোধ করেন লোপামুদ্রা। এক নেটিজেন লোপার এই সꦓিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে লোপা জানান, যে সকল গানগুলি গাওয়ার পরিকল্পনা ছিল দুজনের তার মধ্যে অনেকগুলিই বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খায় না। এটা উদযাপনের সময় নয়, তাই কনসার্ট স্থগিত থাকছে অনির্দিষ্টকালে জন্য।
এই পোস্টের কমেন্ট বক্সে তৃণমূলকে কটাক্ষের সুরে লেখেন,'আপনারা পারেন অথচ শাসক গোষ্ঠী পারে না। এই মানসিক অবস্থাতেও তারা জমিয়ে ইলিশ উৎসব পালন করে।' এর পাল𒉰টা জবাব দেন জয় সরকার। লেখেন, ‘কি বলবো দাদা ! আজ সকালে লেক মার্কেটে গেছিলাম বাজার করতে। স্বচক্ষে দেখলাম প্রচুর ইলিশ উঠেছে, আর মানুষজন হৈ হৈ করে সেগুলো কিনছেন। দেখে বোঝার উপায় নেই চারদিকে কি ঘটছে। শপিং মল আর রেস্তোরাঁতেও ভীড়ে ভীড়। উইকএন্ড ডেস্টিনেশন গুলোতেও বুকিং পাওয়া দুষ্কর, বড়ো অবাক হচ্ছি!কষ্টও পাচ্ছি’।
টলিপাড়ার অন্🅰যতম সুরেলা জুটি লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য দুজনের। সঙ্গীতই বেঁধে দিয়েছিল জয়-লোপার সম্পর্ক। কোনও নিয়মের মধ্যে নিজেকে বাঁধতে স্বাচ্ছন্দ্য নন তাঁরা। ১৯৯৭ থেকে ২০০৭ সাল অব্দি টানা লোপার গানের আসরে🐟 সঙ্গত দিতেন জয়। পরে সরে দাঁড়ান। কিন্তু সম্প্রতি পাবলিক ডিমান্ডেই ফের একসঙ্গে তাঁরা। কলকাতায় একমঞ্চে দুজনকে দেখতে আরেকটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের।