'হাম ৫০০ সাল হিন্দুয়ো পর হুকুমত কি হ্যায়। কেয়া হাম উন কাফিরো কি হুকুমত মে রহেঙ্গে?' প্রশ্ন তুলতে দেখা গেল এক মুসলিম নেতাকে। তারপরই আওয়াজ উঠল, ‘না রহেগা হিন্দুস্থান, হাম রহেঙ্গে পা🉐কিস্তান।’ এমনই এক সাম্প্রদায়িক হিংসাকে প্রেক্ষাপট করেই তৈরিই হ🔜য়েছে 'মা কালী' ছবিটি। ৪ জুলাই, বৃহস্পতিবার সামনে এল ছবির টিজার।
সেটা ছিল ১৯৪৬ সালের ১৬ অগস্ট, যে দিনটি ইতিহ✤াসে ‘ক্যালকাটা কিলিংস’ নামেও পরিচিত। ১৯৪৬ সালের অক্টোবরে ঘটে যাওয়া সেই 'নওখালি দাঙ্গা', যেটা কিনা ‘নওখালি গণহত্যা’ হিসাবেই পরিচিত। সেই মুছে যাওয়া ইতিহাসের কিছু অংশকে প্রেক্ষাপট করেই 'মা কালী' ছবিটি বানিয়েছেন পরিচালক বিজয় ইয়েলকান্তি। যিনি কিনা এর আগে কার্তিকেয়-২র মতো ছবি বানিয়েছেন।
১৯৪৬ সালে ব্রিটিশ ভারতের আধারেই তৈরি হয়েছ🌜ে এই ছবি। 'মা কালী'র ৩৭ সেকেন্ডের টিজারে উঠে এল সেসময়ের সেই সাম্প্রদায়িক ঘটনার বিভৎসতা। ধর্ম, হানাহানি, হিংসা, যা দেখলে যে কেউ শিউরে উঠবেন…।