ইমরান হাশমি বর্তমানে চর্চায় এসেছেন ‘টাইগার ৩’-এ তাঁর অভিনয়ের কারণে। যদিও যে ভাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন, সেভাবে সাফল্য পাননি ইমরান। মাঝেꦐ বহু বিতর্কেও জড়িয়েছেন। এর মধ্যে অন্যতম হল ‘কফি উইথ করণ’-এর সিজন📖 ৪-এ ঐশ্বর্য রাই এবং মল্লিকা শেরাওয়াত সম্পর্কে তাঁর বিতর্কিত মন্তব্য। কী হয়েছিল সেই সময়ে? কী বলেছিলেন তিনি? কেন সমস্যায় পড়তে হয় তাঁকে? হালে এক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে জানিয়েছেন তিনি।
(আরও পড়ুন: সলমনের শত্রু এবার ইমরান হাশমি, 🅘নেটপাড়া বলছে, 'এতদিনে 'টাইগার' শক্তিশালী প্রতিপক্ষ প♔েয়েছেন')
ইমরান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ঐশ্বর্য নিয়ে করা এক মন্তব্যের পর তিনি ইন্ডাস্ট্রিতে অনেক শত্রু তৈরি করেছিলেন। যদিও কাউকে আঘাত করার জন্য ওই মন্তব্য তিনি করতে চাননি বলেও জানিয়🍷েছেন। কী হয়েছিল সেখানে? প্রায় ১০ বছর আগে সেই চ্যাট শোয়ে ইমরানের সঙ্গে ছিলেন মহেশ ভাট। সেখানে করণ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন ঐশ্বর্য বলতেই তাঁর মনে কী আসে? ইমরান উত্তরে বলেন ‘প্লাস্টিক’। মল্লিকা শেরাওয়াত সম্পর্কেও একই ধরনের মন্তব্য করেন তিনি। মজার ব্যাপার হল, যাঁদের নিয়ে তিনি বিতর্কিত বক্তব্য করেন, তাঁদের সঙ্গে অভিনেতার কোনও শত্রুতা ছিল না। এই ঘটনার পরে ঐশ্বর্যর কাছে প্রকাশ্যে ক্ষমা চান ইমরান। অভিনেতার বক্তব্য ছিল, প্লাস্টিক বলতে বেশিরভাগ মানুষ ༒যা বোঝেন, তিনি সেই অর্থে কথাটি বলেননি। নিজেকে ঐশ্বর্যর বড় ভক্ত বলেও দাবি করেন তিনি।
(আরও পড়ুন: 'ওয়ান ম্যান আর্মি' টাইগারে♌র ফাটাফাটি অ্যাকশন, টাওয়াল জড়িয়ে কেরামতি ক্য়াটরিনার)
সেই ঘটনার পরে ১০ বছর কেটে গিয়েছে। যদিও ইমরানের মত, তিনি নিজে খুব একটা বদলাননি। ‘এখনও যদি ওই শোয়ে যাই, আগুন জ্বালাব’, এমনই মত তাঁর। 𝄹র্যাপিড ফায়ারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বলেও জানিয়েছেন অভিনেতা। কিন্তু কেন এমন মন্তব্য করেছিলেন তিনি?
ইমরানের বক্তব্য, কাউকে আঘাত করা নয়, সে দিন শুধু হ্যাম্পার জিততে চেয়েছিলেন তিনি। আཧর কোনও উদ্দেশ্য ছিল না তাঁর।
হালে ইমরান হাশম🤪িকে টাইগার ৩ ছবিতে দেখা এই ছবিতে তাঁকে প্রথমবার সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেল। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে এখনও ব্যাপক উন্মাদনা রয়েছে। এই ছবিতে ইমরানের অভিনয়ও ভালো লেগেছে দর্শকদের। একেবারে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনেকেই বলেছেন, আগামী দিনে এই ধরনের আরও চরিত্রে তাঁকে দেখতে চান।