‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের সেটে সারা বছরই নিয়ম করে মা তারার পুজো হয়। ‘বামাক্ষ্যাপা' সব্যসাচী চৌধুরী প্রতিদিন নিজের হাতে মায়ের আরতি করেন। যদিও বছরভর অপেক্ষা থাকে কৌশিকী অমাবস্যা দিনটার। এদিন শ্যুটিং ছাড়াও মায়ের আরাধনায় মাতেন ধারাবাহিকের গোটা টিম। আর এ দিনের পুজোর দায়িত্বে থাকেন ধারাবাহিকের শিল্প নির্দেশনা বিভাগের ছোটুদা।তারা মায়ের কৌশিকী অমাবস্যা উপলক্ষে আরাধনার সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন ‘বামাক্ষ্যাপা' সব্যসাচী। ক্যাপশনে সেটের এদিনের সম্পর্কে তিনি লেখেন, ‘কৌশিকী অমাবস্যা উপলক্ষে মহাপীঠ তারাপীঠের শুটিং ফ্লোরে প্রতি বছর ছোট্ট করে পুজো করা হয়। এই পুজোর উদ্যোক্তা হল আমাদের আর্ট ডিপার্টমেন্টের ছোটুদা। সে প্রতি বছর নিজের হাতে পুজো করে এবং আমাদের প্যাঁড়া খাওয়ায়’। প্রতি বছর কৌশিকী অমাবস্যার আরতির দৃশ্যের শ্যুটিং হয়। সেই আরতি নিজের হাতে করেন সব্যসাচী চৌধুরী। জানা যায়, শ্যুটিংয়ের আগে সেটে তারা মায়ের উদ্দেশে প্রার্থনা করে সকলে। মায়ের আরতি হয়। আর্ট ডিপার্টমেন্টের ছোটুদা নিজের মতোই পুজো করেন। পুজো মিটলে টিমের সকলকে প্যাঁড়া ভোগ দেন তিনি।