মাহীপ কাপুর কখনই খুব একটা রাখঢাক করে কথা বলতে পছন্দ করেন না। এমনকি তাঁর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গেও। এবার তিনি আবারও সঞ্জয় কাপুরের পরকীয়ার প্রসঙ্গে কথা বললেন। জুমকে দেওয়া সাক��্ষাৎকারে কী জানালেন অভিনেত্রী?♋
আরও পড়ুন: লাজলজ্জা ভুলে পাপারাৎজ্জিদের সামনেই সইফকে জাপটে ধ𝐆রে চুমু করিনার! কাণ্ড দেখে কী বলছে নেটদুনিয়া?
সঞ্জয় কাপুরের পরকীয়া নিয়ে কী বললেন মাহীপ?
মাহীপ কাপুরের সঙ্গে সঞ্জয় কাপুরের ১৯৯৭ সালে বিয়ে হয়। তাঁদের মেয়ে শানায়া কাপুর আর কিছুদিন পরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন। অন্যদিকে মাহী꧋পও অনেকদিন পর পর্দায় কামব্যাক করতে চলেছেন। তার আগে স্বামীর পরকীয়া নিয়ে কী জানালেন তিনি?
আরও পড়ুন: শিলাজিতের স্মৃতি জুড়ে কেবলই মিঠুনের নকশাল আন্𒈔দোলনের কথা, বললেন, 'বোমা হাতে দৌড়াতে দেখেছি...'
সঞ্জয়ের পরকীয়া প্রসঙ্গে মাহীপ বললেন, 'সঞ্জয় ভীষণ প্রটেকটিভ মেয়েকে নিয়ে। আসলে এটা হয়তো ও নিজে অনেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, বুঝেছে তিনি ঠিক কতটা খারাপ করেছেন। আর সেই একই কাজ তাঁর মেয়ের সঙ্গেও হতে পারে। সেই জন্যই তিনি বেশি প্রটেকটিভ মেয়েকে নিয়ে। শানায়াকে নিয়ে ও যেন একেবারে পাগল হয়ে যায়। ওকে শান্ত করতে🌜 হয় আমাকে।'
একই সঙ্গ🍸ে এদিন মাহীপ জানান সঞ্জয় যখন একাধিক সম্পর্কে জড়ান তখন থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে যান। কিন্তু সন্তানের কথা ভেবে ভাঙা সম্পর্ক জোড়া লাগান। তাঁর মতে সন্তানদের কথা ভেবে তিনি যদি এই সম্পর্ক না জুড়তেন আবার তাহলে হয়তো ভুল করতেন। কারণ তাঁর সন্তান এবং সঞ্🎶জয় কাপুরের জন্যই গোটা বাড়িটা শান্তির আশ্রয় হয়ে ওঠে তাঁর কাছে।